সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউয়ের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত তাণ্ডব নৃত্য করেছেন দিল্লির আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। পন্থদের থেকে জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছেন। ম্যাচ শেষ করেছেন ছক্কা মেরে। আর বিধ্বংসী ইনিংসে নয়া রেকর্ডও গড়লেন তিনি। আবার ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন তাঁর ‘মেন্টর’ শিখর ধাওয়ানকে।
লখনউয়ের বিরুদ্ধে ২১০ রানের লক্ষ্য ধাওয়া করতে গিয়ে দুই ওভারের মধ্যে ৭ রানে ৩ উইকেট হারিয়েছিল দিল্লি। সেখান থেকে কামব্যাকের লড়াই শুরু করেন ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মা। ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে যান ভিপরাজ নিগম। তিনি আউট হয়ে গেলেও আশুতোষের তাণ্ডব অব্যাহত থাকে। ইমপ্যাক্ট হিসেবে নামা ব্যাটার ৩১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন।
আইপিএলের (IPL 2025) ইতিহাসে রান তাড়া করতে নেমে ৭ নম্বর বা তার পরে নামা কোনও ভারতীয় ব্যাটারের এটাই সর্বোচ্চ রান। ২০০৯ সালে রাজস্থানের হয়ে ইউসুফ পাঠান দিল্লির বিরুদ্ধে ৬২ রান করেছিলেন। আশুতোষ সেটাকেও ছাপিয়ে গেলেন। তবে এই তালিকায় সবার উপরে আছেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। ২০১৮ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ৬৮ রান করেছিলেন সিএসকে’তে খেলা ক্রিকেটার। এখানেই শেষ নয়। রেকর্ড গড়ল দিল্লিও। রান তাড়া করতে নেমে ৭ নম্বর বা তার পরে নামা ব্যাটারদের সাহায্যে সবচেয়ে বেশি রান করল তারা। দিল্লি করে ১১৩ রান।
ম্যাচের পর আশুতোষকে ভিডিও কল করেন তাঁর ‘মেন্টর’ শিখর ধাওয়ান। আর প্রাক্তন ভারতীয় তারকাকেই ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করেন আশুতোষ। নিজের ইনিংস নিয়ে তিনি বলছেন, “আমি শান্ত থাকতে চেয়েছিলাম। নিজের উপর ভরসা ছিল। যা অনুশীলন করেছি, সেরকমই খেলেছি।”
Ashu
Gabbar
It’s a Dilli love story
pic.twitter.com/HZkeC3sWUE
— Delhi Capitals (@DelhiCapitals) March 24, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.