Advertisement
Advertisement

Breaking News

CSK

দল হারছে, ঘুমিয়ে কাদা চেন্নাই ব্যাটার! ‘ধোনিদের ঘুমপাড়ানি ব্যাটিং থেকে বাঁচার রাস্তা’, খোঁচা নেটপাড়ায়

১৫ বছর পর চিপকে জয় পেল দিল্লি।

IPL 2025: CSK's Vansh Bedi found sleeping in dugout during run chase vs DC
Published by: Arpan Das
  • Posted:April 6, 2025 1:40 pm
  • Updated:April 6, 2025 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ঘুমিয়ে থাকে, তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। বাংলায় প্রচলিত প্রবাদ। নাকি বিষয়টা সম্পূর্ণ বিপরীত? ‘ভাগ্য’ বদলানোর জন্য যে লড়াকু ব্যাটিং করতে হয়, সেটা দেখতে না পেয়ে ঘুমিয়ে পড়লেন সিএসকে ব্যাটার। তিনি অর্থাৎ বংশ বেদী অবশ্য প্রথম দলে নেই। কিন্তু চেন্নাইয়ের সময় তাঁর ঘুমিয়ে পড়ার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

দিল্লির বিরুদ্ধে চেন্নাইয়ের লক্ষ্য ছিল ১৮৪ রান। যে চিপক এতদিন চেন্নাইয়ের দুর্গ ছিল, সেখানে কার্যত নাস্তানাবুদ হয়েছেন রুতুরাজ। ১৫ বছর পর চিপকে জয় পেল দিল্লি। তবে সমর্থকদের বক্তব্য, সেই লড়াইয়ের সাহসটাই দেখা যাচ্ছে না ইয়েলো আর্মিদের মধ্যে। দলের প্লেয়ারই যখন ম্যাচ চলাকালীন ঘুমিয়ে পড়ছেন, সেটাও খুব একটা ভালো সংকেত নয়।

Advertisement

ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ব্যাটিংয়ের পঞ্চম ওভারে। ব্যাট করছিলেন বিজয় শংকর ও ডেভিড কনওয়ে। ২ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান তখন মাত্র ৩২। সেই সময়ে সিএসকে’র ডাগআউটে দেখা যায় ঘুমিয়ে কাদা বংশ বেদী। পাশে বসে আছেন রবীন্দ্র জাদেজা। দলের দুরবস্থা দেখেও যেন কোনও দুশ্চিন্তাই নেই বংশর মধ্যে। যা দেখে নেটদুনিয়ার বক্তব্য, ‘এরকম নির্লিপ্ত হতে পারলে ভালোই হত’। কিংবা ‘ধোনিদের ঘুমপাড়ানি ব্যাটিং থেকে বাঁচার রাস্তা’, খোঁচা নেটপাড়ায়। পরে ধোনির ব্যাটিংও যথেষ্ট মন্থরগতিতে ছিল। 

কিন্তু কে এই বংশ বেদী? ২০২২ সালে জন্ম দিল্লির এই উইকেটকিপার-ব্যাটারকে মাত্র ৫৫ লক্ষ টাকায় তুলে নিয়েছে চেন্নাই। দিল্লি প্রিমিয়ার লিগে ২২১ রান করেছেন। স্পিনটাও ভালোই খেলেন। তবে এবার সিএসকে’র কোনও ম্যাচে সুযোগ পাননি। নেটিজেনদের অনেকের বক্তব্য, এবার সুযোগ দেওয়া উচিত উঠতি প্রতিভাকে। টানা তৃতীয় ম্যাচ হারার পরও দলে পরিবর্তনের পথে হাঁটবে চেন্নাই?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement