সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে (IPL 2025) সবেমাত্র প্রথম ম্যাচ খেলেছে চেন্নাই। তার মধ্যেই বিতর্ক। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বল বিকৃতি করছেন সিএসকে বোলার খলিল আহমেদ। এমনটাই অভিযোগ নেটিজেনদের একাংশের। যে ভাইরাল ভিডিও ঘিরে অভিযোগ, সেখানে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও উপস্থিত ছিলেন।
ঠিক কী অভিযোগ তাঁদের বিরুদ্ধে? নেটপাড়ার একাংশের দাবি, বল করার সময় খলিল পকেট থেকে কিছু একটা বের করে সেটা ঋতুরাজের হাতে দেন। চেন্নাই অধিনায়ক আবার সেটাকে নিজের পকেটে ভরে ফেলেন। সেই সময় তাঁদের হাতে বল ছিল। সেই সময়ের ভিডিও শেয়ার করে নেটিজেনদের একাংশদের দাবি, তাঁরা বল বিকৃতি করছিলেন। এমনকী চেন্নাইকে নিষিদ্ধ করার দাবিও তুলছেন অনেকে।
Ball tempering…
#balltempering #cricket #letherball#Dhoni #CSKvsMI #IPL2025 #IPL #JioHotstar #StarSports #TATAIPL2025 #viral #ChennaiSuperKings #Cricket @StarSportsIndia @JioHotstar @BCCI @IPL @ChennaiIPL @IPL2025Auction @IrfanPathan @jatinsapru @cricketaakash @RCBTweets pic.twitter.com/5vOKvMztJj
— Masud Barbhuiya (@rezaul_masud_) March 23, 2025
মুম্বইয়ের বিরুদ্ধে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন খলিল। প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরান তিনি। নিজের পরের ওভারে আউট করেন রায়ান রিকেলটনকে। আবার শেষের দিকে ট্রেন্ট বোল্টের উইকেট নেন। তবে ভিন্নমতও উঠে আসছে। অনেকে বলছেন, খলিলের হাতে আংটি ছিল। বল করার সময় তিনি সেটা পকেটে ভরে রেখেছিলেন। ঋতুরাজকে ডেকে তাঁর হাতে সেই আংটি তুলে দেন। চেন্নাই অধিনায়কও সেটা পকেটে ভরে রাখেন। এর সঙ্গে বল বিকৃতির কোনও সম্পর্ক নেই।
Khaleel give his ring to ruturaj in first over first ball even ball was not even in handed what type of drama created by lockdown kids
— Gujarat Super Kings (@div_1213) March 24, 2025
উল্লেখ্য, ২০২৬ ও ২০১৭ সালে নিষিদ্ধ করা হয়েছিল চেন্নাইকে। সেই সময় সিএসকে’র কর্মকর্তাদের স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত করা হয়। এবার বল বিকৃতির অভিযোগেও অনেকে ফের তাদের নিষিদ্ধ করার দাবি করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.