সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগেই মুম্বই শিবিরে বড় ধাক্কা গতি তারকা জশপ্রীত বুমরাহর চোট। প্রথম তিনটি ম্যাচে তিনি নেই। তাঁর অভাব যে টের পাওয়া যাবে, সে কথা স্বীকার করে নিয়েছেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে।
বুধবার মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন জয়বর্ধনে। তিনি বুমরাহর চোট সম্পর্কে বলেছেন, ”এখন অনেকটাই ভালো আছে ও। প্রতিদিন উন্নতি করছে। তবে মেডিক্যাল টিমের নজরে ওকে আরও কিছুদিন থাকতে হবে। ওর চোটের ব্যাপারটা তারাই দেখবে। আপাতত সব ঠিকঠাকই চলছে। ওকে না পাওয়াটা হতাশাজনক। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। বহুদিন ধরেই আমাদের দলের স্তম্ভ। ওর অভাব বোঝা যাবেই।”
চোটের কারণে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মাঠের বাইরে থাকতে হয়েছিল বিশ্বের এক নম্বর পেসারকে। আইপিএলের শুরুতেও যে বুমরাহকে পাওয়া যাবে না, সেই জল্পনা আগেই ছিল। এবার স্পষ্ট হল যে প্রথম তিন ম্যাচ তাঁকে ছাড়াই ভাবতে হবে মুম্বইকে। তাঁর অভাব যে সহজে পূরণ হওয়ার নয়, সে কথা মেনে নিয়েছেন শ্রীলঙ্কান এই কিংবদন্তি। কোনও না কোনও ভাবে কাউকে বুমরাহর জায়গা নিতেই হবে বলে জানিয়েছেন জয়বর্ধনে।
উল্লেখ্য, ২৩ তারিখ সিএসকে’র বিপক্ষে অধিনায়কত্ব করতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। আগের মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এরপর বুমরাহও নেই। আইপিএল শুরুর আগেই তাই জোর ধাক্কা খেল মুম্বই শিবির। তাদের আশা, ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন বুমরাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.