Advertisement
Advertisement
IPL Auction

আইপিএল নিলামে ভাগ্যপরীক্ষা ৫৭৪ জনের, সুযোগ পাবেন ২০৪ ক্রিকেটার, চড়ছে উত্তেজনার পারদ

ভারতীয় সময়ে কখন দেখা যাবে আইপিএলের নিলাম?

IPL 2025 Auction: Total player auction list announced
Published by: Arpan Das
  • Posted:November 15, 2024 9:00 pm
  • Updated:November 16, 2024 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তেজনার পারদ চড়ছে আইপিএলের নিলাম ঘিরে। আগামী ২৪-২৫ নভেম্বর মহা নিলাম হবে আইপিএলের। সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে নিলামের অনুষ্ঠান। এবার তার সময় জানিয়ে দেওয়া হল। সেই সঙ্গে প্রকাশ্যে এল কতজন প্লেয়ারকে নিয়ে নিলাম টেবিলে লড়াই চলবে।

নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। দেশ-বিদেশের এত ক্রিকেটার যে নিলাম টেবিলে উঠবেন না, তা জানাই ছিল। সেখান থেকে একধাক্কায় বাদ গেলেন ১০০০ ক্রিকেটার। অর্থাৎ, নিলামে দড়ি টানাটানি চলবে ৫৭৪ জনকে নিয়ে। তবে এদের সবাই দল পাবেন না। অনেকেই আনসোল্ড থেকে যাবেন। কারণ, ১০টি দল মিলিয়ে মোট ২০৪ জন ক্রিকেটারকে নেওয়া যাবে। সর্বোচ্চ বিদেশি থাকতে পারবেন ৭০ জন।

Advertisement

এই ৫৭৪ জনের মধ্যে ভারতীয়র সংখ্যা ৩৬৬ জন। এদের মধ্যে ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড। বিদেশি রয়েছেন ২০৫ জন। আইসিসি-র অ্যাসোসিয়েট দেশগুলির তিনজন ক্রিকেটারও আছেন। এদের মধ্যে আবার ১২ জন বিদেশি ক্রিকেটারের এখনও অভিষেক হয়নি। তবে আইপিএলের দলগুলির মধ্যে সর্বোচ্চ বিদেশি থাকতে পারবেন ৭০ জন। 

নিলামে ক্রিকেটারদের মার্কি বিভাগ থাকছে। ন্যূনতম ২ কোটি মূল্যের দুটি ভাগে রয়েছে ৮ জন করে ক্রিকেটার। যেমন প্রথম ভাগে থাকছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের মতো তারকারা। অন্যদিকে দ্বিতীয় ভাগে আছেন কেএল রাহুল, মহম্মদ শামিরা। সব মিলিয়ে মোট ৮১ জন ক্রিকেটারের নাম আছে ২ কোটি টাকার ন্যূনতম মূল্যে। সেই সঙ্গে জানানো হয়েছে নিলামের সময়ও। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে নিলাম শুরু হবে। সেক্ষেত্রে একই সময়ে চলা বর্ডার গাভাসকর ট্রফির সঙ্গে সমস্যাও হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement