কেএল রাহুল। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ মার্চ থেকে আইপিএল অভিযান শুরু দিল্লির। প্রথম ম্যাচে সামনে লখনউ সুপার জায়ান্টস। তারপরের বিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এই দুই ম্যাচে নাও খেলতে পারেন কেএল রাহুল। আর এই খবর ফাঁস করলেন অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার অ্যালিসা হিলি। যিনি কি না আবার দিল্লির অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী। ফলে একেবারে ঘরের খবরই ফাঁস হয়ে গেল বলে মনে করছেন অনেকে।
কিন্তু কেন এই অনিশ্চয়তা? অ্যালিসা বলেন, “দিল্লি দলে হ্যারি ব্রুক নেই। তবে এবার দেখার তাঁর বিকল্প ক্রিকেটার কে হন? ওদের কাছে কেএল রাহুল আছে ঠিকই। তবে প্রথম দুটি ম্যাচে তিনি নাও খেলতে পারেন। সন্তান জন্মের অপেক্ষা করছেন তিনি। তবে দিল্লি দলে অনেক তরুণ প্রতিভা আছে। আবার রাহুলের মতো তারকাও আছেন। এবার দেখার ওরা কী করে?”
উল্লেখ্য বলি তারকা আথিয়া শেট্টির সঙ্গে রাহুলের প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার বিষয়টি। প্রথমে জানা গিয়েছিল জানুয়ারিতে সন্তানের জন্ম দিতে চলেছেন আথিয়া শেট্টি। কিন্তু ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ এলেও নতুন কোনও সুখবর পাননি অনুরাগীরা। কৌতূহল বেড়েছে। কিছুদিন আগেই আথিয়ার বাবা সুনীল শেট্টি জানান যে এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া। তবে অ্যালিসা অবশ্য অন্য কথা বলছেন।
১৪ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবেই অনুমান করা গিয়েছিল, ভারতীয় উইকেটকিপারকে হয়তো অধিনায়ক করবে দিল্লি। কিন্তু তিনি নারাজ থাকায় দায়িত্ব পান অক্ষর প্যাটেল। এর আগে লখনউ সুপার জায়ান্টসে থাকলেও শেষটা ভালো হয়নি। নিলামে তাঁকে তুলে নেয় দিল্লি। আর প্রথম ম্যাচ যেহেতু লখনউয়ের সঙ্গে, ফলে দুই দলের মোকাবিলা আরও উত্তেজক হত, সেরকমই মনে করছেন অনেকে। এবার দেখার জল্পনা উড়িয়ে রাহুল ওই ম্যাচে মাঠে নামেন কি না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.