Advertisement
Advertisement
Virat Kohli

রাগ গলে জল! ম্যাচ শেষে তরুণ নাইটদের ক্লাস নিলেন ‘গুরু’ বিরাট

কে কে ছিলেন বিরাটের 'ক্লাসে'?

IPL 2024: Virat Kohli gave batting tips to KKR players after RCB match in IPL

ইডেনে বিরাটের ক্লাস। ছবি: সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:April 22, 2024 11:44 am
  • Updated:April 22, 2024 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হর্ষিত রানার বলে আউটের পরেই মেজাজ হারিয়েছিলেন বিরাট (Virat Kohli)। আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় তাঁকে। কিন্তু ম্যাচ শেষ হতেই ইডেন পেল অন্য বিরাটকে। কোথায় সেই আগ্নেয়গিরির মতো রাগ? বরং তরুণ নাইটদের (Kolkata Knight Riders) সামনে বসিয়ে ক্রিকেটের পাঠ দিতে দেখা গেল বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তারকাকে।

রবিবার আইপিএলের (IPL 2024) রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুকে মাত্র এক রানে হারিয়েছেন নাইটরা। যদিও ম্যাচের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বিরাটের আউট। ম্যাচের তিন নম্বর ওভারে হর্ষিত রানার ফুল টস তাঁর ব্যাটে লেগে ক্যাচ হয়ে যায়। যদিও বেঙ্গালুরু ব্যাটারের দাবি, বল কোমরের উপরে ছিল। ফলে নো বল হওয়া উচিত। কিন্তু রিপ্লে দেখেও আউটের সিদ্ধান্ত বজায় রাখেন আম্পায়াররা। তার পরেই রাগে ফেটে পড়েন বিরাট। রীতিমতো তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে। এমনকী ডাগ আউটে গিয়েও ঠান্ডা হতে পারেননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান, তবু ২৫ কোটির স্টার্কেই আস্থা গম্ভীরদের]

স্বাভাবিক ভাবেই এই ঘটনার ঝড়ে চাপা পড়ে যাচ্ছে কিং কোহলির অন্য ছবি। যেখানে ম্যাচের পর কেকেআরের তরুণ তুর্কিদের ক্লাস নেন তিনি। ইডেন তখন আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। তার মধ্যেই বিরাটকে ঘিরে বসে আছেন রিঙ্কু, বরুণ, অনুকূল, গুরবাজরা। আর মধ্যমণি হয়ে ভারতীয় ব্যাটার দেখাচ্ছেন শট মারার কায়দা। বিরাটের ‘গুরুকুল’-এ ক্রিকেটের পাঠ মন দিয়ে শিখে নিচ্ছেন তরুণ নাইটরা।

কে বলবে খানিক আগেই রাগের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি? বরং ম্যাচ শেষে সমস্ত রাগ গলে চেনা মেজাজেই ফিরলেন বিরাট। সারা বিশ্ব যেভাবে তাঁর ব্যাটিংয়ের দিকে মুগ্ধ ভাবে তাকিয়ে থাকে, গুরু বিরাটকে সেভাবেই দেখলেন কলকাতার ক্রিকেটাররাও।

[আরও পড়ুন: ১৭ বছরেই নজির ভারতীয় দাবাড়ুর, বিশ্বজয়ীকে চ্যালেঞ্জ করে ইতিহাস গড়ার পথে গুকেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement