Advertisement
Advertisement
IPL 2024

হারের মাঝেই চোট আতঙ্ক! দলের বাইরে গুজরাট ও দিল্লির দুই তারকা

আইপিএলের মাঝেই বড় ধাক্কা দুই শিবিরে।

IPL 2024 two star players out of action with injury
Published by: Arpan Das
  • Posted:April 5, 2024 7:56 pm
  • Updated:April 5, 2024 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL) নিজেদের শেষ ম্যাচে হেরেছে দুটি দলই। হারের ধাক্কার সঙ্গেই চোটের আতঙ্ক তাড়া করছে গুজরাট টাইটান্স (GT) ও দিল্লি ক্যাপিটালস  (DC) শিবিরকে। দুই দলই চোটের জন্য পাচ্ছে না তাদের দুই তারকা ক্রিকেটারকে।

শুভমান গিলের গুজরাট টাইটান্সকে হার মানতে হয়েছে পাঞ্জাব কিংসের কাছে। সেই ম্যাচে খেলতে দেখা যায়নি তাদের বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারকে (David Miller)। তাঁর বদলে নেমেছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টসের সময় গুজরাট অধিনায়ক জানিয়েছিলেন যে মিলারের হালকা চোট আছে। কিন্তু জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের চোট যথেষ্ট গুরুতর। আপাতত ১৫ দিন মাঠের বাইরে থাকবেন তিনি। তবে তাঁর চোটের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি গুজরাট শিবির।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যাটারদের কাজ আরও কঠিন করতে চাই’, বিপক্ষকে সতর্কবার্তা ময়ঙ্কের]

অন্যদিকে নাইট রাইডার্সের কাছে ১০৬ রানে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দলে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। জানা যায়, কুঁচকির চোটে ভুগছেন ভারতীয় স্পিনার। ফলে ৭ এপ্রিল মুম্বই ম্যাচে তাঁকে দলে পাবেন না পন্থরা। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর বেশ কিছুদিন লাগবে বলেই খবর। এখন তিনি বিশ্রামে আছেন। তবে চোট গুরুতর না হওয়ায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কুলদীপকে যেতে হবে না বলেই জানা যাচ্ছে।

[আরও পড়ুন: ক্রিকেট-প্রচারক কোহলি, আইকন বিরাটে মজেছেন দ্বীপরাষ্ট্রের খুদেরা]

টানা ক্রিকেট খেলে চলেছেন ২৯ বছর বয়সি স্পিনার। জুন মাসে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কুলদীপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ভারতীয় দলের পক্ষে দরকার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড মিলার। তাঁকে নিয়েও চিন্তায় থাকবে এডেন মার্করামরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement