সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যাট কামিন্সের নেতৃত্বে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেই প্যাট কামিন্স কি সানরাইজার্স হায়দরাবাদে নতুন এক ভোর আনতে পারবেন? গতবার সূর্যোদয়ের পরিবর্তে হায়দরাবাদে নেমে এসেছিল সূর্যাস্ত। পয়েন্ট তালিকায় সবার শেষ জায়গাটি নিয়েছিল তারা। এগিয়ে আসছে এবারের আইপিএল। আইপিএল অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদের শক্তি-দুর্বলতা। অধিনায়ক কামিন্সের দিকেই যাবতীয় নজর। হায়দরাবাদের দুঃসময় যদি কাটাতে পারেন তিনি।
প্রথমেই নজর রাখা যাক সানরাইজার্স হায়দরাবাদের গোটা স্কোয়াডের দিকে:
ব্যাটার: আবদুল সামাদ, আইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, মায়াঙ্ক আগরওয়াল, ট্রাভিস হেড, আনমোলপ্রীত সিং
অলরাউন্ডার: ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ, সনবীর সিং, নীতীশ কুমার রেড্ডি
উইকেট কিপার: গ্লেন ফিলিপস, উপেন্দ্র সিং যাদব, হেনরিক ক্লাসেন
বোলার: ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেন, প্যাট কামিন্স, টি নটরাজন, মায়াঙ্ক মারকান্দে, উমরান মালিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জয়দেব উনাদকট, আকাশ সিং, ফজলহক ফারুকি, সুব্রহ্মমনিয়ান
শক্তি: সানরাইজার্স হায়দরাবাদের বিদেশিরা ম্যাচ উইনার। যে কোনও সময়ে ম্যাচ গতিপ্রকৃতি বদলে দিতে পারেন। প্যাট কামিন্সের মতো বিশ্বজয়ী অধিনায়ক রয়েছেন দলে। তাঁর দলকে আলাদা গুরুত্ব তো দিতেই হবে। বোলিং আক্রমণেও মশলা রয়েছে।
দুর্বলতা: সানরাইজার্স দলের ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা কম। এটা সমস্যার বড় কারণ হতে চলেছে। নিজেদের প্রমাণ করার শ্রেষ্ঠ মঞ্চ আইপিএল। দীর্ঘ টুর্নামেন্ট আইপিএল। ধারাবাহিকতা দেখানো গুরুত্বপূর্ণ। সানরাইজার্স হায়দরাবাদ ধারাবাহিকতা দেখাতে পারে কিনা, সেটাই দেখার।
সম্ভাব্য একাদশ –
ট্রাভিস হেড
অভিষেক শর্মা
রাহুল ত্রিপাঠী
হেনরিক ক্লাসেন
আবদুল সামাদ
ওয়াশিংটন সুন্দর
প্যাট কামিন্স (অধিনায়ক)
ওয়ানিন্দু হাসারাঙ্গা
ভুবনেশ্বর কুমার
উমরান মালিক
টি নটরাজন
ইমপ্যাক্ট প্লেয়ার:মায়াঙ্ক আগরওয়াল
এক্স ফ্যাক্টর: নিলামে বিপুল অর্থের বিনিময়ে প্যাট কামিন্সকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কামিন্সই এই দলের এক্স ফ্যাক্টর। বিশ্বকাপ ফাইনালে ট্রাভিস হেডের সেঞ্চুরি ভারতকে রিংয়ের বাইরে ছিটকে দিয়েছিল। তিনিও কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারেন।
সম্ভাবনা: সূর্যোদয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ। স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন ভালো ক্রিকেটার। নিজেদের মেলে ধরতে পারলে প্লে অফে পৌঁছতেই পারে সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্সের নেতৃত্বের উপরে নির্ভর করছে অনেককিছু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.