শাহরুখ খান। ফাইল চিত্র
রাজর্ষি গঙ্গোপাধ্যায়: একে নববর্ষের বিকেল। ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স- লখনউ সুপার জায়ান্টস মহারণ। এর সঙ্গে আবার যোগ হতে চলেছে বাদশাহী জৌলুস। বর্ষবরণের বিকেলে ফের রাজকীয় মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ইডেনে নাইটদের ম্যাচ দেখতে আসছেন কিং খান।
শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই গ্যালারিতে এনার্জি আর এনার্জি। তিনিই দলের দ্বাদশ ব্যক্তি এমনটাই বলে থাকেন। শাহরুখ খান উপস্থিত মানেই আরও উজ্জীবিত নাইট শিবির। খেলার শেষে শাহরুখ নেমে পড়েন মাঠে। গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। দারুণ এক দৃশ্যকল্প তৈরি হয় ইডেনে। এমন দৃশ্য আগেও দেখেছে ইডেন। এবার আবার দেখা যাবে রবিবাসরীয় সন্ধ্যায়। কেকেআর-এলএসজি ম্যাচে শাহরুখ খান থাকবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকতে পারেন বলিউডের অন্যান্য তারকারাও। শাহরুখের উপস্থিতিতেই সন্ধের ইডেনে শোনা যাবে করবো, লড়বো, জিতব রে।
এর আগে চলতি মরশুমে ইডেনে একটি ম্যাচই খেলেছে কেকেআর (KKR)। সেদিনও মাঠে ছিলেন বলিউড বাদশাহ। সেদিন রাসেল-রিঙ্কুরা হায়দরাবাদকে হারানোর পরও শাহরুখের মুখে দেখা গিয়েছিল চেনা উচ্ছ্বাস। খেলা শেষে মাঠ নেমে পড়ে নাইটদের সঙ্গে মেতেছিলেন উৎসবে। চমকে দিয়েছিলেন রঘুবংশী, হর্ষিতদের মতো তরুণ তারকাদের।
আইপিএলে (IPL 2024) চলতি মরশুমের শুরুটা দারুণ করেছে কেকেআর। প্রথমবার প্রথম তিন ম্যাচেই জয়ের মুখ দেখেছে শ্রেয়স আইয়ার ব্রিগেড। মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের উপস্থিতি এবার কেকেআর শিবিরে বাড়তি প্রাণশক্তি সঞ্চার করেছে। তাই শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশ্রী হারেও বিশেষ আমল দিচ্ছে না নাইট শিবির। অন্যদিকে গম্ভীরের প্রাক্তন দল লখনউ এবার চেনা ছন্দে নেই। তাই তাঁদের বিরুদ্ধে কিং খানের সামনে ফেভারিট নাইটরাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.