Advertisement
Advertisement
Mayank Yadav

সর্বোচ্চ ১৫৫.৮ কিমি! একের পর এক দেড়শোর বেশি গতিতে বল, আইপিএলে নয়া ‘গতিদানবে’র উত্থান

আইপিএলের মঞ্চে এই নতুন তারার উদয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ইরফান পাঠান থেকে ব্রেট লি সকলেই ময়ঙ্কের প্রশংসায় পঞ্চমুখ।

IPL 2024: Mayank Yadav's gobsmacking spell of nine 150-plus scorchers

ময়ঙ্ক যাদব। ছবি: সোশাল মিডিয়া।

Published by: Subhajit Mandal
  • Posted:March 31, 2024 9:53 am
  • Updated:March 31, 2024 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা, দোহারা চেহারা। পেস বোলারদের চোখেমুখে যে আগ্রাসনের ছাপ থাকে, তাঁর চেহারায় সেই আগ্রাসনের ছাপ নেই। দেখে বোঝা দায়, একুশ বছরের এই ছোকরা লাগাতার দেড়শোর বেশি গতিতে বল করে যেতে পারেন। তাও আবার সঠিক লাইন আর লেংথ বজায় রেখে। আইপিএলের মঞ্চে উত্থান হওয়া এই নয়া তারকার নাম ময়ঙ্ক যাদব (Mayank Yadav)।

আইপিএলে লখনউ সুপার জায়ান্ট তাঁকে সই করায় গত বছর। কিন্তু চোটের জন্য আগের মরশুমে দেখা যায়নি। এবার তিনি পুরোপুরি ফিট হয়ে এসেছেন। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো পারফর্ম করেছেন তিনি। আইপিএলের মঞ্চে প্রথম দর্শনেই নজর কাড়লেন ময়ঙ্ক। ১২তম ওভারের প্রথম বলটিই তিনি করেন ১৫৫.৮ কিমি গতিতে। যা চলতি আইপিএলের দ্রুততম বল। এখানেই শেষ নয়, ময়ঙ্ক যে নিয়মিত দেড়শোর বেশি বল করতে পারেন, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। চার ওভারে ৯টি বল তিনি করেছেন দেড়শোর বেশি গতিতে।

আইপিএলের মঞ্চে এই নতুন তারার উদয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ইরফান পাঠান থেকে ব্রেট লি সকলেই ময়ঙ্কের প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা পাচ্ছে লখনউ ফ্র্যাঞ্চাইজিও। ইরফান পাঠান যেমন ময়ঙ্ককে খুঁজে আনার জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লখনউ সুপার কিংসকে (Lucknow Super Giants)। ব্রেট লি আবার নির্দ্বিধায় বলে দিয়েছেন ময়ঙ্কই এই মুহূর্তে দ্রুততম পেসার। ময়ঙ্কে মজে প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসনও।

এই মুহূর্তে কার্যত বিশ্ব ক্রিকেটকে শাসন করছে ভারত। ক্রিকেট মাঠে কোনও একটা ক্ষেত্রে যদি ভারতের দৈন্য থেকে থাকে তাহলে সেটা পেস বোলিং। ইদানিং শামি, বুমরাহ, সিরাজরা ভালো পারফর্ম করলেও কারও পেসই এক্সপ্রেস নয়। নিয়মিত দেড়শোর মতো বল করতে পারেন, এমন বোলার এ দেশে দুস্কর। এর আগে জনৈক উমরান মালিক এই গতিতে বল করতেন বটে। কিন্তু তাঁর লাইন-লেংথে সমস্যা আছে। যার জন্য ভারতীয় ক্রিকেটের মূলস্রোত থেকে হারিয়ে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement