Advertisement
Advertisement
IPL 2024

অনবদ্য সেঞ্চুরি স্টয়নিসের, তিনদিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লখনউ

শেষ ওভারে মুস্তাফিজুর যেন স্টয়নিসের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন।

IPL 2024: LSG beats CSK twice in three days
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2024 11:34 pm
  • Updated:April 23, 2024 11:46 pm  

চেন্নাই সুপার কিংস: ২১০-৪ (ঋতুরাজ ১০৮, দুবে ৬৬)
লখনউ সুপার জায়ান্টস: ২১৩-৪ (স্টয়নিস ১২৪, পুরান ৩৪)
লখনউ ৬ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরির পালটা সেঞ্চুরি। টানটান লড়াই। রোমহর্ষক স্নায়ুযুদ্ধ। আইপিএলের (IPL 2024) আরও এক ক্লাসিক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল লখনউ। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষমাত্রায় ৩ বল বাকি থাকতেই পৌঁছে গেল LSG। সৌজন্যে, স্টয়নিসের অনবদ্য সেঞ্চুরি। শেষ ওভারের রোমহর্ষক জয়ের ফলে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এল এলএসজি।  

এদিন চিপকে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ। কিন্তু অধিনায়ক রাহুলের (KL Rahul) সিদ্ধান্ত বুমেরাং হয়। প্রথমে ব্যাট করে ঋতুরাজের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২১০ রান তোলে চেন্নাই। এদিন শুরুটা ভালো হয়নি সিএসকের। মাত্র ৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রাহানে। ডারিল মিচেলও আউট হয়ে যান দলগত রান ৫০ পেরোনোর আগেই। কিন্তু অন্য প্রান্তে ঋতুরাজ দুর্দান্ত ইনিংস খেলেন। শেষদিকে তাঁকে সঙ্গত করেন দুর্দান্ত ফর্মে থাকা শিবম দুবেও। ঋতুরাজ ৬০ বলে ১০৮ এবং দুবে মাত্র ২৭ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

Advertisement

[আরও পড়ুন: বিগ হিট করার দক্ষতা কমছে পাণ্ডিয়ার, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে নিয়ে উদ্বিগ্ন পাঠানও]

২১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী করে লখনউ সুপার জায়ান্টস। কুইন্টন ডি’কক ফিরে যান কোনও রান না করেই। অধিনায়ক রাহুলও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৪ বলে ১৬ রান করেন তিনি। এর পরই ইনিংসের হাল ধরেন স্টয়নিস। লখনউয়ের ডুবন্ত নৌকা কার্যত একার হাতে তীর পর্যন্ত নিয়ে যান তিনি। অনবদ্য সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেন তিনি। তাঁকে সঙ্গ দেন নিকোলাস পুরান এবং দীপক হুডা। পুরান মাত্র ১৫ বলে ৩৪ রান করেন। আর হুডা ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

[আরও পড়ুন: ভারতীয় ফুটবলের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবে আই লিগ ৩, আশাবাদী AIFF সভাপতি]

কিন্তু কোনও লড়াই-ই কাজে আসত না যদি না শেষ ওভারে স্নায়ুর চাপ সামলে চেন্নাইয়ের হাত থেকে জয় ছিনিয়ে আনতেন স্টয়নিস। শেষ ওভারে চেন্নাইয়ের হয়ে বল করতে আসেন মুস্তাফিজুর। হাতে পুঁজি ছিল ১৭ রান। স্টয়নিস প্রথম বলেই হাঁকিয়ে দেন বিশাল ছক্কা। দ্বিতীয় বলে আবার বাউন্ডারি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েই জয় কার্যত নিশ্চিত করে ফেলেন স্টয়নিস।  সেটা আবার নো বল ছিল। চতুর্থ বলেও ফের বাউন্ডারি। মুস্তাফিজুর যেন স্টয়নিসের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন। ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল এলএসজি। শেষ পর্যন্ত স্টয়নিস করলেন ১২৪ রান। এটিই আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরিই দলকে এনে দিল কাঙ্ক্ষিত দুটি পয়েন্ট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement