Advertisement
Advertisement
IPL 2024

‘চ্যাম্পিয়ন হতে পারে এই কেকেআর’, হেরে নাইটদের উদাত্ত প্রশংসা মুম্বই তারকার গলায়

ঘরের মাঠে শেষে ম্যাচে দর্শকদের বিশেষ উপহার দিয়ে গেলেন গম্ভীর অ্যান্ড কোম্পানি।

IPL 2024: KKR can win IPL, says Piyush Chawla

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 12, 2024 10:24 am
  • Updated:May 12, 2024 10:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। ২০১৪ আইপিএল (IPL 2014) ফাইনালে ‘উইনিং শট’ও তাঁর নেওয়া। সেই পীযুষ চাওলা এখন খেলেন মুম্বইয়ের হয়ে। বুমরাহ ছাড়া একমাত্র তিনিই শনিবাসরীয় রাতে নাইটদের সামান্য বেগ দিয়েছেন। ম্যাচ শেষে সেই পীযুষ চাওলাই বলে গেলেন, এই কেকেআরের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ রয়েছে। অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন হতেই পারেন নাইটরা।

পীযুষ চাওলা (Piyush Chawla) এবারের কেকেআর দলের সঙ্গে ২০১৪ সালের আইপিএল জয়ী কেকেআর দলের মিল পাচ্ছেন। শনিবার তিনি বলে গেলেন, প্লে অফে গণ্ডগোল না হলে কেকেআরের (KKR) এবার ভালো সম্ভাবনা রয়েছে চ‌্যাম্পিয়ন হওয়ার। “টিমটার যেমন ব‌্যাটিং, তেমন স্পিন বোলিং। ২০১৪-র কেকেআর টিমের সঙ্গে প্রচুর মিল পাচ্ছি। প্লে অফে সমস‌্যা না হলে কেকেআর চ‌্যাম্পিয়ন হতেই পারে,” বলছিলেন পীযুষ।

Advertisement

[আরও পড়ুন: মাছি গলার সুযোগ পাবে না, সংসদের নিরাপত্তায় নয়া ব্লু প্রিন্ট শাহের মন্ত্রকের]

মুম্বই শেষ কবে ম‌্যাচ হেরে কেকেআরের এমন উচ্চকিত প্রশংসা করে মাঠ ছেড়েছে? আইপিএল ইতিহাস তো বলে যে, শংসা নয়। নাইটদের ‘জবাই’ করতেই তারা অ‌্যাদ্দিন সিদ্ধহস্ত ছিল। আসলে কেকেআর প্রশংসার দাবিও রাখে। এক দুবছর আগেও যে দলটার মুম্বইকে (Mumbai Indians) দেখলে হাঁটু কাঁপত, তাঁরাই এবার মুম্বইয়ের বিরুদ্ধে লিগে ‘ডাবল’ করে ফেলল। অর্থাৎ দুটি ম্যাচই জিতে নিল। গম্ভীর ড্রেসিং রুমে আসার পর দলটার বড় পরিবর্তন হল, হার না মানা মানসিকতা। চাপের মাথাতেও ফিরে আসতে জানে এই কেকেআর।

[আরও পড়ুন: খুনের হুমকি দিতেন মুকুটমণি! ‘মিঠুন স্যর বললেন, ভয় পেও না পাশে আছি’, দাবি স্বস্তিকার]

শনিবার দর্শকদের সমর্থনও ছিল নজরকাড়ার মতো। বৃষ্টির রক্তচক্ষু উপেক্ষা করে তাঁরা ঠিক চলে এসেছিলেন দলে-দলে, শহিদ মিনার থেকে মিছিল করে। পেলেনও তাঁরা অকাতর। কেকেআর তাঁদের ফিরিয়েও দিল দু’হাত ভরে। ম‌্যাচ জিতল। প্লে অফে উঠল। শেষে মাঠ প্রদক্ষিণ করে কলকাতাকে আবেগের গান স‌্যালুট দিয়ে গেল! নাইট তারকাদের হাতে ছিল ‘থ্যাঙ্ক ইউ কলকাতা’ লেখা ব্যানার। আর নাইটদের মনের মণিকোঠায় যার ঠাঁই, সেই গৌতম গম্ভীর আবার সই করে করে টেনিস বল ছুঁড়লেন দর্শকদের উদ্দেশে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। ২০১৪ আইপিএল (IPL 2014) ফাইনালে ‘উইনিং শট’ও তাঁর নেওয়া। সেই পীযুষ চাওলা এখন খেলেন মুম্বইয়ের হয়ে। বুমরাহ ছাড়া একমাত্র তিনিই শনিবাসরীয় রাতে নাইটদের সামান্য বেগ দিয়েছেন। ম্যাচ শেষে সেই পীযুষ চাওলাই বলে গেলেন, এই কেকেআরের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ রয়েছে। অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন হতেই পারেন নাইটরা। পীযুষ চাওলা (Piyush Chawla) এবারের কেকেআর দলের সঙ্গে ২০১৪ সালের আইপিএল জয়ী কেকেআর দলের মিল পাচ্ছেন। শনিবার তিনি বলে গেলেন, প্লে অফে গণ্ডগোল না হলে কেকেআরের (KKR) এবার ভালো সম্ভাবনা রয়েছে চ‌্যাম্পিয়ন হওয়ার। “টিমটার যেমন ব‌্যাটিং, তেমন স্পিন বোলিং। ২০১৪-র কেকেআর টিমের সঙ্গে প্রচুর মিল পাচ্ছি। প্লে অফে সমস‌্যা না হলে কেকেআর চ‌্যাম্পিয়ন হতেই পারে,” বলছিলেন পীযুষ। মুম্বই শেষ কবে ম‌্যাচ হেরে কেকেআরের এমন উচ্চকিত প্রশংসা করে মাঠ ছেড়েছে? আইপিএল ইতিহাস তো বলে যে, শংসা নয়। নাইটদের ‘জবাই’ করতেই তারা অ‌্যাদ্দিন সিদ্ধহস্ত ছিল। আসলে কেকেআর প্রশংসার দাবিও রাখে। এক দুবছর আগেও যে দলটার মুম্বইকে (Mumbai Indians) দেখলে হাঁটু কাঁপত, তাঁরাই এবার মুম্বইয়ের বিরুদ্ধে লিগে 'ডাবল' করে ফেলল। অর্থাৎ দুটি ম্যাচই জিতে নিল। গম্ভীর ড্রেসিং রুমে আসার পর দলটার বড় পরিবর্তন হল, হার না মানা মানসিকতা। চাপের মাথাতেও ফিরে আসতে জানে এই কেকেআর। শনিবার দর্শকদের সমর্থনও ছিল নজরকাড়ার মতো। বৃষ্টির রক্তচক্ষু উপেক্ষা করে তাঁরা ঠিক চলে এসেছিলেন দলে-দলে, শহিদ মিনার থেকে মিছিল করে। পেলেনও তাঁরা অকাতর। কেকেআর তাঁদের ফিরিয়েও দিল দু’হাত ভরে। ম‌্যাচ জিতল। প্লে অফে উঠল। শেষে মাঠ প্রদক্ষিণ করে কলকাতাকে আবেগের গান স‌্যালুট দিয়ে গেল! নাইট তারকাদের হাতে ছিল থ্যাঙ্ক ইউ কলকাতা লেখা ব্যানার। আর নাইটদের মনের মণিকোঠায় যার ঠাঁই, সেই গৌতম গম্ভীর আবার সই করে করে টেনিস বল ছুঁড়লেন দর্শকদের উদ্দেশে।
  • সেই পীযুষ চাওলাই বলে গেলেন, এই কেকেআরের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ রয়েছে।
  • চাওলা এবারের কেকেআর দলের সঙ্গে ২০১৪ সালের আইপিএল জয়ী কেকেআর দলের মিল পাচ্ছেন।
  • Advertisement