মেগা ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ২২ মার্চ আইপিএলের (IPL 2024) উদ্বোধনী ম্যাচ। এই মেগা ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আরও একবার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও বিরাট কোহলির (Virat Kohli) ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। এর আগে জেনে নিন কীভাবে গ্যালারিতে বসেই আইপিএলের জমকালো উদ্বোধনী ম্যাচ দেখবেন। জেনে নিন কীভাবে কাটবেন সেই হাইভোল্টেজ ম্যাচের টিকিট।
কীভাবে অনলাইনে টিকিট বুক করবেন?
১৮ মার্চ সকাল ৯:৩০ মিনিট থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। ক্রিকেটপ্রেমীরা Paytm অ্যাপ বা Insider.in ওয়েবসাইটের মাধ্যমে তাদের আসনগুলি সুরক্ষিত করতে পারেন। টিকিটের দাম ১৭০০ থেকে ৭৫০০ টাকা। যে ক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট ক্রয় করবেন, তাদের স্টেডিয়ামে ঢোকার সময় বারকোড/কিউআর কোড দিয়ে তাদের ই-টিকিট স্ক্যান করতে হবে। অনুগ্রহ করে সচেতন হবেন। কেউ ডুপ্লিকেট টিকিট গ্রহণ করা হবে না। কারণ স্ক্যানারে কোনও ডুপ্লিকেট টিকিট শনাক্ত করলে সেই ক্রিকেটপ্রেমীকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।
উদ্বোধনী ম্যাচ সম্পর্কে যা মনে রাখতে হবে:
১) ২২ মার্চ উদ্বোধনী খেলার জন্য এমএ চিদাম্বরম স্টেডিয়ামের গেটগুলো বিকাল ৪:৩০ ক্রিকেটপ্রেমীদের জন্য খোলা হবে।
২) এমএ চিদাম্বরম স্টেডিয়াম একটি প্লাস্টিক-মুক্ত অঞ্চল। এবং সেইজন্য স্টেডিয়াম চত্বরে কোনও প্লাস্টিকের জিনিস রাখা যাবে না।
৩) ক্রিকেটপ্রেমীদের সুবিধার জন্য চিপকের সব স্ট্যান্ডে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
সিএসকে ও আরসিবি-র হেড টু হেড পরিসংখ্যান:
আইপিএলের গত ১৬ বছরের ইতিহাসে দক্ষিণ ভারতের দুই তারকাখচিত দল, একে অপরের মধ্যে মোট ৩২বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ২১বার জয়ের মুখ দেখেছে ধোনির সিএসকে। মাত্র ১০ ম্যাচ জিতেছে আরসিবি। একটি ম্যাচে ফলাফল দেখা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.