Advertisement
Advertisement
IPL 2024

বছর ১৩ পর ফের মুম্বইয়ের নেটে হার্দিক, দেখুন ব্যাটিং বিস্ফোরণের ভাইরাল ভিডিও

বাইশ গজে হার্দিকের ব্যাটিং ঝড়।

IPL 2024: Hardik Pandya returns to Mumbai Indians nets for first time since 2021, video gone viral

নেটে সেই আগ্রাসী মেজাজে হার্দিক। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 12, 2024 1:29 pm
  • Updated:March 13, 2024 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সাল। শেষবার তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেটে ব্যাট করতে দেখা গিয়েছিল। তিন বছর পর আবার নিজের পুরনো দলে ফিরেই, নেটে মারমুখী মেজাজে ব্যাট করলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। আইপিএলের (IPL 2024) আগে তারকা অলরাউন্ডারের অনুশীলনের ভিডিও এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

সোমবার, ১১ মার্চ মুম্বইয়ের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমে পড়েন হার্দিক। নেটে ব্যাট করতে যাওয়ার আগে তাঁকে বেশ গতি বজায় রেখে বোলিং করতে দেখা যায়। এর আগে দলের হেডস্যর মার্ক বাউচার ও বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে কথা বলতে দেখা যায় হার্দিককে।

Advertisement

[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?]

 

তবে মুম্বই এবার তাঁকে দলে ফিরিয়েছে। শুধু ফিরিয়েই নেয়নি, দিয়েছে গুরুদায়িত্ব। হার্দিকই এখন মুম্বইয়ের অধিনায়ক। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে মুম্বই। এই নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এমন বিতর্ক কাটিয়ে হার্দিকের নেতৃত্বে কি মুম্বই ভালো পারফরম্যান্স করতে পারবে? সেটাই দেখার বিষয়।

এদিকে মাঠে নেমে গা ঘামানোর আগে মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস জার্সি গায়ে চাপিয়ে ঠাকুরের ছবিতে মালা পরিয়ে দিয়েছিলেন হার্দিক। প্রদীপ জ্বালাতেও দেখা যায় তাঁকে। মার্ক বাউচার নারকেল ফাটান। হার্দিক প্রসাদ বিতরণ করেন সকলকে। গোটা শিবিরে চলে মিষ্টিমুখ।

[আরও পড়ুন: পুরোদস্তুর ফিট পন্থ, জানিয়ে দিল বোর্ড, আইপিএল খেলতে বাধা নেই তারকা ক্রিকেটারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement