অস্ট্রেলিয়ার জার্সি পরে বিশ্বকাপ হাতে নিয়েছিলেন কামিন্স। হায়দরাবাদ জার্সিতে কি ফের একই চিত্রনাট্য লিখবেন?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে দ্বিতীয় বার কি কাপ হাতে তুলবেন প্যাট কামিন্স? রাজস্থান রয়্যালসকে মাটি ধরিয়ে ফাইনালের (IPL 2024 Final) পাসপোর্ট হায়দরাবাদ জোগাড় করেছে শুক্ররাতে। তার পরেই সবার প্রশ্ন প্যাট কামিন্সকে নিয়ে। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে আইপিএলের অনেক মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
৫০ ওভারের বিশ্বকাপ কামিন্স জিতেছিলেন আহমেদাবাদে। টুর্নামেন্টে অশ্বমেধের ঘোড়া ছোটানো রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে মাটি ধরায় অস্ট্রেলিয়া। পারফরম্যান্সের নিরিখে বিচার করলে আইপিএলের কেকেআর আর বিশ্বকাপের অস্ট্রেলিয়া যেন এক বিন্দুতে এসে মিশে গিয়েছে। আলাদা করা যাচ্ছে না কেকেআর শিবির ও রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ঠিক তেমনই আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার কাছে সেই ম্যাচে হার মানতে হয়েছিল হায়দরাবাদকে।
প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে এবারের আইপিএলে সবার আগে প্লে অফে পৌঁছেছে কেকেআর। ৯টি ম্যাচ জিতে ভারত সেমিফাইনালের দরজা খুলেছিল। ঠিক সেরকমই কলকাতা নাইট রাইডার্স ৯টি ম্যাচ জিতে প্লে অফের টিকিট জোগাড় করে এবার। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারত। কেকেআরও পয়েন্ট টেবিলে একনম্বরে থেকেই প্লে অফ খেলতে নামে।
– Table Toppers and 9 wins in league stage
– 1st match won vs Pat Cummins
– 1st to qualify for Knockouts and Finals
– Captain is a batsman from Mumbai
– MVP of tournament in the team already
– Will be playing vs Pat Cummins in finalThis is looking scary for us.😭 pic.twitter.com/DFjr16SYh7
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) May 24, 2024
ফেভারিট হিসেবে ফাইনাল খেলতে নেমে ভারতকে হার স্বীকার করে নিতে হয়। বল হাতে প্যাট কামিন্সরা ভারতীয় ব্যাটারদের স্কোরবোর্ডে বেশি রান তুলতে দেননি। ব্যাট হাতে ট্রাভিস হেড বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে ভারতের মুখের গ্রাস কেড়ে নেন।
ঘটনাক্রমে এবার হেড ও কামিন্স কিন্তু রয়েছেন হায়দরাবাদে। চিপকে কি আহমেদাবাদেরই পুনরাবৃত্তি হবে? নাকি এক যুগ আগের চিপক ফেরাবেন গৌতম গম্ভীরের ছেলেরা? উত্তর পাওয়া যাবে রবিরাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.