Advertisement
Advertisement

Breaking News

IPL 2024 Auction

IPL 2024 Auction: হা ঈশ্বর! আইপিএলের নিলামে ‘ভুল ক্রিকেটার’ কিনে বসলেন প্রীতি জিন্টা

ব্যাপারটা কী?

IPL 2024 Auction: How Punjab Kings bought 'wrong player' | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 20, 2023 2:41 pm
  • Updated:March 13, 2024 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনও হয়! সারা বছর ধরে প্রস্তুতি, মক অকশন, পূর্ণাঙ্গ ক্রিকেটারদের তালিকা সবকিছু করার পরও নিলামের টেবিলে বসে ভুল ক্রিকেটার কিনে ফেললেন পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta), নেস ওয়াদিয়ারা! অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে মঙ্গলবারের নিলামে (IPL 2024 Auction)।

আসলে আইপিএল নিলামের মঞ্চে পাঞ্জাব কিংসের (Punjab Kings) তরফে বসেছিলেন প্রীতি-ওয়াদিয়া-সহ টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য। প্রথম পর্বের নিলাম শেষে দ্বিতীয় পর্বের অ্যাক্সেলারেটেড নিলাম চলছিল। এই পর্বে দ্রুত ক্রিকেটারদের নাম বলেন সঞ্চালিকা মল্লিকা সাগর। কোনও দলের সেই ক্রিকেটারকে পছন্দ হলে দ্রুত তাঁরা হাত তোলেন। এই পর্বেই ভুল করে ছত্তিশগড়ের ব্যাটার শশাঙ্ক সিংকে কিনে বসেন প্রীতি জিন্টা।

Advertisement

[আরও পড়ুন: নরম হিন্দুত্বের লাইনেই বিপর্যয়, তিন রাজ্যে বিপর্যয়ে শরিকদের নিশানায় কংগ্রেস]

আসলে সঞ্চালিকা মল্লিকা সাগর শশাঙ্কের নাম বলার পর তাঁকে অন্য ক্রিকেটার ভেবে গুলিয়ে ফেলে পাঞ্জাব ম্যানেজমেন্ট (Punjab Management)। টেবিলের অন্য সদস্যদের সঙ্গে এক মুহূর্ত কথা হলেই হাত তুলে দেন প্রীতি জিন্টা। আর কোনও দল শশাঙ্ক সিংকে কিনতে আগ্রহ না দেখানোয় শেষে শশাঙ্ককে কিনতে বাধ্য হয় পাঞ্জাব। ২০ লক্ষ টাকার বেস প্রাইসে তিনি চলে যান পাঞ্জাব কিংস দলে। কিন্তু শশাঙ্ককে কেনার পরই নিজেদের ভুল বুঝতে পারেন নেস ওয়াদিয়ারা। সঙ্গে সঙ্গে তাঁরা ওই ক্রিকেটারকে কিনতে অস্বীকার করেন।

[আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়]

সঞ্চালিকা মল্লিকা সাগরের কাছে তাঁরা আর্জি জানান, যাতে ওই ক্রিকেটারকে তাঁদের দলে না পাঠানো হয়। কিন্তু মল্লিকা সাগর জানিয়ে দিয়েন, নিলামের সময় যেহেতু পাঞ্জাব হাত তুলেছিল, এবং ওই ক্রিকেটারকে কিনেছে, তাই ওই ক্রিকেটারকে নিতে তাঁরা বাধ্য। শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও শশাঙ্ক সিংকে দলে নিতে হয় পাঞ্জাব কিংসকে। ফলে শশাঙ্ক সিং নিলামের টাকাটা তো পাচ্ছেন, কিন্তু আদৌ পাঞ্জাব দলে সুযোগ পাবেন কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement