Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

মাহি নামতেই ‘ধোনি, ধোনি’ চিৎকার, দর্শকের গর্জন শুনে ‘বিরক্ত’ রাসেল, ভিডিও ভাইরাল

চলতি আইপিএলে চেন্নাইয়ের মাঠে ধোনি প্রথম বার ব্যাট হাতে নামতে শব্দমাত্রা পৌঁছল ১২৫ ডেসিবেলে।

IPL 2024: Andre Russell's shocking reaction as CSK fans roars for MS Dhoni

রাসেল আর ধোনি।

Published by: Arpan Das
  • Posted:April 9, 2024 10:19 am
  • Updated:April 9, 2024 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এগারো মাস পর নিজের রাজত্বে ব্যাট হাতে নামলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই দিনটার জন্যই তো এত দিন অপেক্ষা করেছিলেন চেন্নাইয়ের (CSK) সমর্থকরা। প্রিয় থালা ব্যাট হাতে বাইশ গজে নামতেই চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়াম ভেসে গেল জনগর্জনে। শব্দের বিস্ফোরণে চরম ‘বিরক্ত’ হয়ে পড়লেন কেকেআরের (KKR) আন্দ্রে রাসেলও (Andre Russell)।

চিপকে ধোনিকে শেষ বার ব্যাট হাতে দেখা গিয়েছিল গত বছরের ২৩ মে। গুজরাটের সঙ্গে প্লে-অফের ম্যাচে নেমে মাত্র ১ রান করেছিলেন মাহি। যদিও সেই ম্যাচ জিততে অসুবিধা হয়নি চেন্নাইয়ের। চলতি আইপিএলে (IPL 2024) ঘরের মাঠে দুটি ম্যাচ খেলেছিল চেন্নাই। কিন্তু সেখানে ব্যাট করতে নামেননি ধোনি। সমর্থকদের অপেক্ষা ক্রমশ দীর্ঘ হচ্ছিল। সেই ভালোবাসার চরম প্রকাশ ঘটল কলকাতার বিরুদ্ধে ম্যাচে।

Advertisement

[আরও পড়ুন: চোটের কবলে ময়ঙ্ক, কবে মাঠে দেখা যাবে তাঁকে? লখনউয়ের সিইও দিলেন বড় আপডেট]

সোমবার প্রথমে ব্যাট করে কেকেআর মাত্র ১৩৭ রানে থেমে যায়। সিএসকে-র ব্যাটাররা সহজেই দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। ধোনি যখন ব্যাট করতে নামেন তখন জয়ের জন্য দরকার মাত্র ৩ রান। আর সেই সময় ভালোবাসার গর্জনে ফেটে পড়ল চিপক স্টেডিয়াম। শব্দমাত্রা পৌঁছে যায় ১২৫ ডেসিবেলে। মাঠ জুড়ে শুধুই ‘ধোনি, ধোনি’ চিৎকার আর ‘হুইসল বাজার’ শব্দ। উল্লেখ্য, চেন্নাইয়ের সমর্থকদের ‘হুইসল পোড়ু’ আর্মি বলে ডাকা হয়, কারণ তাঁরা মাঠে হুইসল বাজিয়ে দলের সাফল্য উদযাপন করেন। দর্শকদের শব্দব্রহ্ম শুনে কানে হাত দিতে বাধ্য হন আন্দ্রে রাসেল। 

পরে কেকেআর তারকা ইনস্টাগ্রামে লেখেন, “অনায়াসে বলা যায়, গোটা পৃথিবীর কাছে ধোনি সবচেয়ে প্রিয় ক্রিকেটার।” চলতি আইপিএলে ধোনি যেখানেই ব্যাট করতে নেমেছেন, সেখানেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন। দিল্লির বিরুদ্ধে শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছিলেন, এখনও তিনি স্বমেজাজেই আছেন। এদিন চেন্নাইয়ের সমর্থকরাও বুঝিয়ে দিলেন ধোনি মাঠে থাকলে চিপক কীভাবে বিপক্ষের ত্রাস হয়ে যায়।

Andre Russell's shocking reaction as CSK fans roars for MS Dhoni

[আরও পড়ুন: ‘দুদলে ভাগ হয়ে গিয়েছে মুম্বই’, সোশাল মিডিয়ায় ঝামেলায় জড়িয়ে পড়লেন হার্দিক ও রোহিত ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement