সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনিম্যানিয়ার জন্যই ২০২৩ সালের আইপিএলকে (IPL) মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। নজির গড়ে পঞ্চমবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তারপর থেকেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) প্রশংসায় ভরিয়ে দিয়েছে ক্রিকেটদুনিয়া। বাদ পড়েনি প্রতিবেশী দেশ পাকিস্তানও। সেদেশের ক্রিকেট কিংবদন্তি রামিজ রাজা বলেছেন, ধোনির জন্যই স্মরণীয় হয়ে থাকবে আইপিএলের এই মরশুম।
একমাত্র অধিনায়ক হিসাবে আইপিএলের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও জেতার রেকর্ড গড়েছেন ধোনি। সবমিলিয়ে আইপিএলের ২৫০টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে জিতেছেন ২০০টি ম্যাচ। তবে নজিরের চেয়েও বেশি ক্রিকেটভক্তদের বেশি উৎসাহ ছিল ধোনির অবসর নিয়ে। অনেকেই ভেবেছিলেন, ২০২৩ সালে আইপিএল খেলেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যাপ্টেন কুল। তাই চেন্নাইয়ের প্রত্যেক ম্যাচেই ভিড় উপচে পড়েছে স্টেডিয়ামগুলিতে।
আইপিএলের শেষে এই বিষয়টিই তুলে ধরেছেন পাক কিংবদন্তি রামিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “এই আইপিএল মনে থাকবে হলুদ রঙের জন্য, ধোনির জন্য। অধিনায়কত্ব, ঠাণ্ডা মস্তিষ্কের পাশাপাশি মাটির মানুষ হিসাবেও তাঁকে মনে রাখবে ক্রিকেট দুনিয়া। ধোনিম্যানিয়ার জন্যই এই আইপিএল স্মরণীয় হয়ে থাকবে।”
চিপক স্টেডিয়ামে আইপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার পরে গোটা স্টেডিয়াম ঘুরেছিলেন এমএস। ভক্তদের ধন্যবাদ জানাতেই ল্যাপ ওফ অনার দিয়েছিলেন তিনি। সেই সময়ে ছুটে এসেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ধোনির অটোগ্রাফ নেওয়ার জন্য নিজের বুক পেতে দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সদ্য সমাপ্ত আইপিএলের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বলে মনে করছেন রাজা। নিজের ইউটিউব চ্যানেলেও বলেছেন সেই কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.