Advertisement
Advertisement

Breaking News

Virender Sehwag

‘থাপ্পড় খাবে…’, পাঞ্জাবের বিরুদ্ধে সর্বোচ্চ রান করেও শেহওয়াগের তোপের মুখে গিল

ঠিক কী কারণে ক্ষুব্ধ শেহওয়াগ?

IPL 2023: Virender Sehwag Blasts Shubman Gill's batting Approach | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 14, 2023 6:23 pm
  • Updated:April 14, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরেছে গুজরাট টাইটান্স। যে ম্যাচে গুজরাটের হয়ে সর্বোচ্চ স্কোর করেন শুভমান গিল (Subhman Gill)। কিন্তু তা সত্ত্বেও বীরেন্দ্র শেহওয়াগের ক্ষোভের মুখে পড়তে হল তরুণ ব্যাটারকে। তাঁর জন্যই গুজরাটকে লক্ষ্যপূরণে বেগ পেতে হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বীরু।

ঠিক কী কারণে ক্ষুব্ধ শেহওয়াগ? আসলে প্রাক্তন ভারতীয় তারকার দাবি, হাফসেঞ্চুরির পর গিলের খেলায় খানিকটা গতি আসে। তার আগে পর্যন্ত অত্যন্ত স্বার্থপরের মতো খেলেছেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ওপেনার। একজন ক্রিকেটারের থেকে যা একেবারেই প্রত্যাশিত নয়। একটি সাক্ষাৎকারে শেহওয়াগ বলেন, “৪৯ বলে গিল ৬৭ রান করেছে। কিন্তু ৫০ রান কখন করেছে? ৪১-৪২ বল খেলে হয়তো। অর্থাৎ ৭-৮ বলে বাকি ১৭ রান করে ফেলেছে। অর্ধশতরানের পর ওর খেলায় গতি আসে। সেটুকুও যদি না হত, তাহলে শেষ ওভারে ৭ নয়, ১৭ রান তাড়া করতে হত গুজরাটকে।” আর ঠিক এই কারণেই গিলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: আবগারি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব সিবিআইয়ের]

তবে এখানেই থামেননি বীরু (Virender Sehwag)। এককালের মারকাটারি ওপেনার বলে দেন, “তুমি কখনওই এভাবে ভাবতে পারো না যে, আগে আমি হাফ-সেঞ্চুরি করে ফেলি। তারপরে যেভাবেই হোক ম্যাচ জিতে নেব। এটা ক্রিকেট। যে মুহূর্তে (দলের কথা না ভেবে) নিজের পারফরম্যান্সের কথা ভাববে, তখনই ক্রিকেটের থেকে থাপ্পড় খেতে হবে। এভাবে ভাবা যায় না। হাফ সেঞ্চুরির কাছাকাছি এসে যদি ২০০ স্ট্রাইক রেটে খেলত, তাহলে সহজেই ও নিজের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারত। অনেকগুলো বলও বেঁচে যেত।”

এমনিতে নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নির্বাচক তথা বিশেষজ্ঞদের নজর কাড়তে সফল হয়েছেন তিনি। জাতীয় দলের পর আইপিএলেও তাঁকে ভাল ফর্মে দেখা যাচ্ছে। কিন্তু তরুণ গিলের ‘স্বার্থপরতা’ মেনে নিতে পারছেন না শেহওয়াগ।

[আরও পড়ুন: ‘একটা আসন পেতেও কালঘাম ছুটবে’, ৩৫ আসনের দাবি করা শাহকে পালটা চ্যালেঞ্জ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement