সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালে আইপিএলের (IPL) ট্রফি জিতেছিল তারা। তারপর থেকে শক্তিশালী দল গঠন করলেও টুর্নামেন্টের সেরার শিরোপা পায়নি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। গত মরশুমে অধিনায়ক নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যে পড়ে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট। তবে ২০২৩ সালের আইপিএলে খেলতে নামার আগে কার্যত দলের খোলনলচে পালটে ফেলেছে অরেঞ্জ আর্মি। এইডেন মার্করামের নেতৃত্বে বেশ শক্তিশালী দল গড়েছে হায়দরাবাদ। একনজরে দেখে নেওয়া যাক, কাদের পারফরম্যান্সে ভর করে আইপিএল (IPL 2023) জিততে পারে তারা।
সানরাইজার্স হায়দরাবাদের পুরো দল: এইডেন মার্করাম (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, আবদুল সামাদ, মায়াঙ্ক আগারওয়াল, হ্যারি ব্রুক, হেনরিক ক্লাসেন, উপেন্দ্র সিং যাদব, আনমোলপ্রীত সিং, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, বিব্রান্ত শর্মা, সামর্থ্য ব্যাস, নিতীশ কুমার রেড্ডি, সনবীর সিং, মায়াঙ্ক ডাগার, আকিল হোসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, উমরান মালিক, আদিল রশিদ, মায়াঙ্ক মার্কণ্ডে।
দলের শক্তি: উমরান মালিক, মার্কো জানসেনের মতো পেসাররা দলকে ম্যাচ জেতাতে পারেন। বিশাল মূল্যে ইংরেজ তারকা হ্যারি ব্রুককেও দলে নিয়েছে হায়দরাবাদ। দুরন্ত ছন্দে থেকে আইপিএল খেলতে আসছেন তিনি। এছাড়াও মায়াঙ্ক আগারওয়াল, এইডেন মার্করামের ব্যাটিং বেশ এগিয়ে রাখবে হায়দরাবাদকে।
দলের দুর্বলতা: ভারতীয়দের খেলোয়াড়দের মধ্যে সেভাবে অভিজ্ঞতা নেই। চার বিদেশি নিয়ে দল গড়তে সমস্যায় পড়বে তারা। ভুবনেশ্বর কুমার, টি নটরাজনরা আইপিএলে সাফল্য পেলেও খুবই চোটপ্রবণ। টুর্নামেন্টের মাঝপথে হায়দরাবাদকে ভোগাতে পারেন তাঁরা।
নজর কাড়তে পারেন যাঁরা: প্রথমবার আইপিএল খেলতে নামবেন হ্যারি ব্রুক। টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করবেন তিনি, এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। অধিনায়ক মার্করামও অলরাউন্ড পারফরম্যান্স করে নজর কাড়তে পারেন। নজর থাকবে উমরান মালিকের আগুনে গতির বোলিংয়েও।
সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা,হ্যারি ব্রুক, এইডেন মার্করাম (অধিনায়ক), আবদুল সামাদ, হেনরিক ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, মার্কো জানসেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.