Advertisement
Advertisement

Breaking News

IPL 2023: বেয়ারস্টোর চোটে বিপাকে পাঞ্জাব কিংস, একনজরে দেখে নিন দলের শক্তি-দুর্বলতা

শক্তিশালী ব্যাটিংয়ের পাশাপাশি নির্ভরযোগ্য অলরাউন্ডারের মিশেলে বেশ শক্তিশালী দেখাচ্ছে পাঞ্জাবকে।

IPL 2023: Take a look at team profile of Punjab Kings | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 29, 2023 9:29 pm
  • Updated:March 29, 2023 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টে (IPL 2023) একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। ফাইনালে উঠেও হারতে হয়েছে। দলের নাম বদলেও সাফল্য আসেনি। আসন্ন আইপিএলে (IPL) নামার আগে অবশ্য ঢেলে দল সাজিয়েছে পাঞ্জাব কিংস। নতুন অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে ফের ট্রফি জয়ের অভিযান শুরু করতে চলেছে তারা। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্যাম কুরানকে কিনেছে পাঞ্জাব (Punjab Kings)। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে পাঞ্জাবের ভাগ্য। শক্তিশালী ব্যাটিংয়ের পাশাপাশি নির্ভরযোগ্য অলরাউন্ডারের মিশেলে বেশ শক্তিশালী দেখাচ্ছে পাঞ্জাবকে। ট্রফি জয়ের ক্ষেত্রে কাদের ভূমিকা বেশ কার্যকরী হতে পারে, এক নজরে দেখে নেওয়া যাক।

পাঞ্জাব কিংসের গোটা দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইডে, ভানুকা রাজাপক্ষে, হরপ্রীত সিং, শাহরুখ খান, অর্শদীপ সিং, বলতেজ সিং, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, ন্যাথান এলিস, রাহিল চাহার, বিদ্যাথ কাভিরাপ্পা, লিয়াম লিভিংস্টোন, ম্যাথিউ শর্ট, মোহিত রাঠি, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, স্যাম কুরান, শিবম সিং, সিকান্দার রাজা, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং।

Advertisement

[আরও পড়ুন: IPL 2023: ট্রফির খরা কাটবে বিরাটদের! কেমন হল RCB’র প্রথম একাদশ?]

দলের শক্তি: পাঞ্জাবের ব্যাটিং বেশ শক্তিশালী। লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, শাহরুখ খানের মতো পাওয়ারহিটাররা দলে রয়েছেন। অর্শদীপ সিংয়ের মতো বোলার যে কোনও দলের সম্পদ। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা সিকান্দার রাজাও দলের শক্তি বাড়াবেন। কাগিসো রাবাডার বোলিংয়ে ভর করেও ম্যাচ জিততে পারে পাঞ্জাব।

দলের দুর্বলতা: জনি বেয়ারস্টো ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে শিখর ধাওয়ানের উপর ভরসা করতে হবে পাঞ্জাবকে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা অধিনায়ক কতখানি দায়িত্ব নিতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। রাহুল চাহার ছাড়া সেভাবে কোনও স্পিনার নেই। পেসারদের মধ্যেও বিকল্প খুবই কম। ম্যাচ জেতার জন্য ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রাজ বাওয়া, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, স্যাম কুরান, ঋষি ধাওয়ান, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং।

[আরও পড়ুন: IPL 2023: পন্থের অনুপস্থিতি, সৌরভের আগমন! কতটা বদলাল দিল্লি ক্যাপিটালস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement