Advertisement
Advertisement
IPL 2023

ভোগাচ্ছে চোট! ‘আমাকে বেশি দৌড়াতে বলো না’, সতীর্থদের কাছে আরজি ধোনির

ধোনিকে খোঁড়াতে দেখে মন খারাপ প্রাক্তন সতীর্থের।

IPL 2023: Seeing MS Dhoni limping through running between wickets | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 11, 2023 11:32 am
  • Updated:May 11, 2023 11:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2023) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে মহেন্দ্র সিং ধোনি। প্রায় প্রতি ম্যাচেই তাঁর ছোট ছোট ক্যামিও ইনিংস বদলে দিচ্ছে খেলার গতিপ্রকৃতি। বলা ভাল, মাহির ব্যাটেই বদলে যাচ্ছে অনেক ম্যাচের ভাগ্য। কিন্তু শরীর আর সঙ্গ দিচ্ছে না চেন্নাই অধিনায়কের। দীর্ঘক্ষণ ব্যাট করতে সমস্যা হচ্ছে। এমনকী রান নেওয়ার সময় খুঁড়িয়ে হাঁটছেন তিনি।

আসলে হাঁটুর চোটে ভুগছেন ধোনি (MS Dhoni)। দৌড়াতে ভালমতো অসুবিধা হচ্ছে। চলতি আইপিএলে সেজন্যই লম্বা ইনিংস খেলার চেষ্টা করছেন না তিনি। একেবারে ইনিংসের শেষের দিকে এসে ঝড়ো ইনিংস খেলার চেষ্টা করছেন। কোনওদিন ব্যাট করছেন ৭ নম্বরে, কোনওদিন ৮ নম্বরে ব্যাট করতে আসছেন। বুধবার দিল্লির বিরুদ্ধেও তেমনটাই করেছেন মাহি।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকে বিজেপি হারলে এগোতে পারে লোকসভা ভোট! কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলেরও সম্ভাবনা]

দিল্লি ম্যাচেও ৮ নম্বরে নেমে মাত্র ৯ বলে ২০ রানের ঝকঝকে ইনিংস খেলে দিয়েছেন ধোনি। কিন্তু হাঁটুর চোট যে তাঁকে ভালমতো ভোগাচ্ছে, সেটা বোঝা গিয়েছে দিল্লি ম্যাচেও। রান নিতে গিয়ে খোঁড়াতে হচ্ছে ধোনিকে। ম্যাচ শেষে মাহি নিজেই বলছেন,”আমি আমার সতীর্থদের বলে দিয়েছি, আমাকে বেশি দৌড় করিও না।” ধোনি বুঝিয়ে দিয়েছেন, তিনি অল্প বল খেলে বেশি রান করার টার্গেট নিয়েই নামবেন। এবং সেটা করতে পেরেই বেশ খুশি তিনি।

[আরও পড়ুন: এক সপ্তাহে তৃতীয়বার, ফের বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণ মন্দির চত্বর, গ্রেপ্তার ৫]

তবে ধোনিকে এভাবে দেখে একেবারেই খুশি নন তাঁর প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান (Irfan Pathan)। তিনি বলছিলেন, “একটা সময় এই ধোনিকেই দেখেছি চিতার মতো দৌড়াতে। এভাবে খোঁড়াতে দেখে কষ্ট হচ্ছে।” চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও বলছিলেন, চোট ভোগাচ্ছে ধোনিকে। তবে ও সেইমতোই পরিকল্পনা করে এগোচ্ছে। চলতি আইপিএলের শুরু থেকেই ক্রিকেট মহলে জল্পনা রয়েছে, যে এটাই ধোনির শেষ আইপিএল মরশুম। এভাবে চোটের কবলে পড়তে থাকলে হয়তো সত্যিই আর পরের মরশুমে খেলতে দেখা যাবে মাহিকে। আশঙ্কা ক্রিকেট মহুলের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement