Advertisement
Advertisement

রবিবার ‘আবর্জনা’র জার্সি পরে নামবেন বিরাটরা, তৈরিতে ব্যবহার হয়েছে ১৯,৪৮৮টি বোতল

প্রতি বছর একটি ম্যাচে বিশেষ জার্সি পরে নামে RCB।

IPL 2023: Royal Challengers Bangalore to continue green initiative and wear unique jersey | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2023 12:23 pm
  • Updated:April 23, 2023 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার চিন্নাস্বামীতে অভিনব জার্সি পরে খেলতে নামবেন বিরাট কোহলিরা। যা কিনা তৈরি হয়েছে মূলত বর্জ্য পদার্থ দিয়ে। এ মরশুমে চিন্নাস্বামীতে প্রথম যে আইপিএল ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের শেষে স্টেডিয়াম থেকে যে বিশাল আবর্জনা উদ্ধার হয়েছে সেগুলি দিয়েই তৈরি হয়েছে বিরাটদের এই জার্সি।

আসলে প্রতিবছরই আরসিবি এই বিশেষ জার্সি পরে খেলে। সাধারণত এই জার্সির রং হয় সবুজ। এই ম্যাচকে আরসিবি নাম দিয়েছে ‘গ্রিন গেম’। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। তবে এবারের বিশেষত্ব হল, জার্সিগুলি তৈরি হচ্ছে আবর্জনা দিয়ে। এ বার আরসিবির প্রথম হোম ম্যাচে স্টেডিয়াম থেকে ৯০৪৭ কেজি আবর্জনা উদ্ধার হয়েছে। তা ছাড়া ১৯৪৮৮ জলের বোতলও পাওয়া গিয়েছে খেলা শেষে। সেগুলি দিয়েই অভিনব উপায়ে এই জার্সি তৈরি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: একসঙ্গে ৬০ পুরসভায় নিয়োগের দায়িত্বে অয়নের সংস্থা, নেপথ্যে কার হাতযশ? খুঁজছে CBI]

রবিবার লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন বিরাটরা (Virat Kohli)। এই মরশুমের শুরুটা বিরাটদের মনপসন্দ হয়নি। ৬ ম্যাচের মধ্যে তিনটিতে আরসিবি জিতেছে আর ৩টিতে হেরেছে। অন্যদিকে রাজস্থান ৬ ম্যাচের মধ্যে জিতেছে চারটিতে। বিরাটরা চাইবেন ঘরের মাঠে রাজস্থান (Rajasthan Royals) বধ করে লিগ টেবিলের উপরের দিকে উঠে আসতে।

[আরও পড়ুন: আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের, লজ্জার নজির গড়ে কটাক্ষের শিকার অর্জুন]

আরসিবি শিবির অবশ্য রাজস্থান ম্যাচের আগে বেশ ফুরফুরে। দিন দুই আগে বিরাটদের ড্রেসিং রুমে হাজির হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সুনীলের সঙ্গে মজার ‘কানামাছি’ খেলার ভিডিও পোস্ট করেছে আরসিবি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement