Advertisement
Advertisement
IPL 2023

আইপিএলে বিরাট অঙ্কের পুরস্কার অর্থ! কত টাকা পাবেন সেরা তারকারা? জানুন খুঁটিনাটি

গত ১৫ বছরে ভিউয়ারশিপের সঙ্গে সঙ্গে অনেকটা বেড়েছে পুরস্কার অর্থের অঙ্কও।

IPL 2023 Prize Money: Winning Team Will Get This Whopping Amount | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 27, 2023 4:35 pm
  • Updated:May 27, 2023 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল মানেই টাকার খেলা। নিলামে যেমন কোটি কোটি টাকার বিনিময়ে ক্রিকেটারদের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলি, তেমনই বিরাট অঙ্কের পুরস্কার অর্থ পায় বিজয়ীরা। গত ১৫ বছরে ভিউয়ারশিপের সঙ্গে সঙ্গে অনেকটা বেড়েছে এই পুরস্কার অর্থের অঙ্ক। এবারও টাকার পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে! চলুন জেনে নেওয়া যাক এবার চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে। রানার্সদের বরাদ্দ অর্থের পরিমাণই বা কত!

আইপিএলের প্রথম মরশুমে বিজয়ী দল পেয়েছিল ৪.৮০ কোটি টাকা। রানার্স দলের হাতে ওঠে ২.৪০ কোটি। সেই অঙ্কই গত মরশুমে বেড়ে চ্যাম্পিয়নদের জন্য হয়েছিল ২০ কোটি। অর্থাৎ নিজেদের উদ্বোধনী মরশুমেই পুরস্কার অর্থ হিসেবে ২০ কোটি টাকা পায় হার্দিক পাণ্ডিয়ার গুজরাট (Gujarat Titans)। পাশাপাশি রানার্স-আপ রাজস্থান রয়্যাল পেয়েছিল ১৩ কোটি টাকা। এবারও ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাট। আর এবার আরও বেড়েছে পুরস্কার অর্থ। শোনা যাচ্ছে, এবার দুই দলের জন্য মোট বরাদ্দ সাড়ে ৪৬ কোটি টাকা!

Advertisement

[আরও পড়ুন: শালবনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, নাম দিলেন সদ্যোজাত শিশুর]

হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই বিপুল পরিমাণ টাকাই বরাদ্দ পুরস্কার অর্থ হিসেবে বলে খবর। তবে কোন দল কত পাবে, এখনও স্পষ্ট নয়। এছাড়া কমলা ও পার্পল টুপি বিজয়ীরা পাবেন ১৫ লক্ষ টাকা করে। এমার্জিং প্লেয়ারের হাতে উঠবে ২০ লক্ষ। সবচেয়ে মূল্যবান তারকা পাবেন ১২ লক্ষ টাকা।

গুজরাটকে হারিয়ে দশমবার আইপিএল (IPL 2023) ফাইনালে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস (CSK)। উলটোদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইকে মাটি ধরিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হার্দিকরা। সুপার সানডে-তে মোতেরার মেগা লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

[আরও পড়ুন: রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement