সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। শুক্রবার আইপিএল প্লে অফ এবং ফাইনালের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কলকাতার ভাগ্যে শিকে ছিঁড়ল না।
একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই (BCCI) জানায়, চেন্নাই এবং আহমেদাবাদ- এই দুই শহরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। প্রথম তিনটি প্লে অফ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২৩, ২৪ ও ২৬ মে। ফোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটরের আসর বসবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল হোম গ্রাউন্ড চেন্নাইয়ে। এলিমিনেটরও হবে চিপকেই। আর কোয়ালিফায়ার ২ এবং ২৮ মে ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অর্থাৎ প্লে অফ কিংবা ফাইনাল ম্যাচ থেকে এবারও বঞ্চিত ইডেন গার্ডেন্স।
🚨 NEWS 🚨
BCCI Announces Schedule and Venue Details For #TATAIPL 2023 Playoffs And Final.
Details 🔽https://t.co/JBLIwpUZyf
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
গত বছরও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল আইপিএলের (IPL 2023) ফাইনাল। সেবার করোনা অতিমারীর জেরে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে টুর্নামেন্ট হয়নি। মুম্বই ও পুণের মাঠেই যাবতীয় ম্যাচ হয়। তবে ফাইনালের আসর বসে মোদির রাজ্যেই। যেখানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তোলে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। ঘরের মাঠেই চ্যাম্পিয়ন হয় হোম ফেভারিটরা। এবারও ভাল ছন্দেই খেলছে গুজরাট। তবে আহমেদাবাদের মেগা লড়াইয়ে কোন দুই দল মুখোমুখি হয়, সেটাই এখন লাখ টাকার সওয়াল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.