Advertisement
Advertisement

Breaking News

IPL 2023

জলে গেল মায়াঙ্কের লড়াই, গ্রিন ঝড়ে তছনছ হায়দরাবাদ, প্লে অফের আরও কাছে মুম্বই

হাফ সেঞ্চুরি হাঁকান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

IPL 2023: Mumbai Indians beats Sunrisers Hyderabad by 8 wickets | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 21, 2023 7:24 pm
  • Updated:May 21, 2023 8:21 pm  

সানরাইজার্স হায়দরাবাদ: ২০০/৫ (বিভ্রান্ত-৬৯, মায়াঙ্ক-৮৩, আকাশ-৩৭/৪)
মুম্বই ইন্ডিয়ান্স: ২০১/২ (গ্রিন-১০০*)
৮ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরণ-বাঁচন লড়াই। প্লে অফে যাওয়ার জন্য জিততেই হত মুম্বই ইন্ডিয়ান্সকে। এহেন কঠিন সময়েই আরও তেঁড়েফুড়ে ওঠেন রোহিত শর্মারা। এবারও তার ব্যতিক্রম হল না। ওয়াড়খেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার গুজরাট বনাম আরসিবির ম্যাচের দিকে নজর মুম্বই ভক্তদের। সেই ম্যাচে বিরাট কোহলিরা হারলেই প্লে অফে জায়গা পাকা হয়ে যাবে রোহিতদের।

Advertisement

এদিন প্রথমে ব্যাট করার সুযোগকে কাজে লাগিয়ে ২২০ রানের কাছাকাছি পৌঁছনো খুব একটা কঠিন হত না হায়দরাবাদের। দুই ওপেনার বিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের দুর্দান্ত পার্টনারশিপে কার্যত ঝড়ের গতিতেই এগোতে থাকে নিজামের শহরের দল। তাদের এদিন কিছুই হারানোর ছিল না। তবে শেষ ম্য়াচে জয় দিয়েই এবারের মতো আইপিএল অভিযান শেষ করা ছিল লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ালেন আকাশ মাধওয়াল। বিক্রান্তের উইকেটটি তুলে নিতেই একধাক্কায় নেমে যায় হায়দরাবাদের রান রেট। একাই চারটে উইকেট তুলে নেন আকাশ। ফলে ২০০ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

[আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সি পরায় ইডেনে ম্যাচ দেখতে ‘বাধা’, ক্ষোভ উগরে দিল মোহনবাগান]

আর ঘরের মাটিতে সেই রান ২ ওভার বাকি থাকতেই তুলে ফেলল মুম্বই। সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মার দুরন্ত হাফ সেঞ্চুরি এবং ক্যামেরন গ্রিনের অপরাজিত শতরান। ঈশান কিষান ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরার পর রোহিত-গ্রিন জুটিতেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় মুম্বই। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ২৫ রানে। সবমিলিয়ে কার্যত একপেশে ম্যাচ জিতে প্লে অফে পৌঁছনোর রাস্তা চওড়া করে ফেলে মুম্বই।

একটা সময় লিগ তালিকার একেবারে নিচের দিকে নেমে গিয়েছিল মুম্বই। পরপর হারে চাপে পড়ে যায় শিবির। কিন্তু সেই চাপ সামলে দুর্দান্ত কামব্যাক করে প্লে অফের কাছাকাছি মুম্বই। তবে রোহিতের ভাগ্যের শিকে ছিঁড়বে কি না, তা পুরোটাই কোহলির উপর নির্ভর করে রয়েছে। 

[আরও পড়ুন: একবছর কাজ করে একদিনেরও বেতন পাননি, ইস্তফা দিলেন পাকিস্তানের হকি কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement