Advertisement
Advertisement

Breaking News

রোহিতের হাফসেঞ্চুরি, বুড়ো হাড়ে ভেলকি পীযুষের, চলতি আইপিএলে প্রথম জয় মুম্বইয়ের

টানটান ম্যাচে ২৪ ম্যাচের হাফসেঞ্চুরির খরা কাটালেন রোহিত।

IPL 2023: MI Beats Delhi in a close encounter | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 11, 2023 11:19 pm
  • Updated:April 11, 2023 11:28 pm  

দিল্লি ক্যাপিটালস: ১৭২ (অক্ষর ৫৪, ওয়ার্নার ৫১, চাওলা ৩-২২)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৭৩-৪ (রোহিত শর্মা ৬৫, তিলক বর্মা ৪১, মুকেশ ২-৩০)
মুম্বই ৬ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই ছিল লিগ টেবিলের শেষ দুই দলের। দুটি দলই পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খোলার জন্য লড়াই করছিল। সেই লড়াই হল রীতিমতো টানটান। যদিও শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বল হাতে পীযুষ চাওলার ভেলকি আর ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মার অনবদ্য হাফসেঞ্চুরি রুদ্ধশ্বাস ম্যাচে জয় এনে দিল মুম্বইকে। আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি চলতি মরশুমের প্রথম জয় পেল ৬ উইকেটে।

Advertisement

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত। আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির বোলিং বিভাগ এবার খাতায়-কলমে সবচেয়ে দুর্বল। তা সত্ত্বেও এদিন অফ ফর্মে থাকা দিল্লিকে ১৭২ রানে আটকে দিতে পেরেছে মুম্বই। সৌজন্য পীযুষ চাওলার (Piyush Chawla) ভেলকি এবং বেহেরনডর্ফের পেস। দু’জনেই ৩টি করে উইকেট পান। দুই বোলারের দাপটে অক্ষরের ৫৪ আর অধিনায়ক ওয়ার্নারের ৫১ ছাড়া দিল্লির আর কোনও ব্যাটার সেভাবে নজর কাড়তে পারেননি।

[আরও পড়ুন: ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে ভিলেন হলিউডের জনপ্রিয় সুপারহিরো! জল্পনা তুঙ্গে ]

মুম্বইয়ের দেওয়া ১৭৩ রানের টার্গেট নিয়ে শুরুটা দারুন করে মুম্বই। অধিনায়ক রোহিত (Rohit Sharma) এবং ঈশান কিষান প্রথম উইকেটের জুটিতেই তুলে দেন ৭১ রান। দ্বিতীয় উইকেটে তিলক বর্মাকে নিয়ে বড় ফের পার্টনারশিপ গড়েন রোহিত। তিলক আউট হন ৪১ রানে। মুম্বইয়ের অধিনায়ক করেন ৬৫ রান। সাম্প্রতিক অতীতে একেবারেই ভাল ফর্মে ছিলেন না রোহিত। ২৪ ম্যাচ পরে হাফসেঞ্চুরির খরা কাটল ভারত অধিনায়কের। রোহিতের উইকেটের পর চাপে পড়ে যায় মুম্বই। বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল অনবদ্য ক্যাচ নিয়ে ফেরান রোহিতকে। তারপরই মুস্তাফিজুর এবং নখিয়ার বলে ধরে ম্যাচে ফেরে দিল্লি। শেষ ওভারে মাত্র পাঁচ রান তুলতেই নাকানিচোবানি খেতে হয়েছে মুম্বইকে। যদিও শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতিয়ে দেন গ্রিন এবং টিম ডেভিড।

[আরও পড়ুন: পাঁচ ছক্কা হাঁকিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর রিঙ্কু, KKR তারকাকে কী বার্তা শ্রেয়সের?]

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে খাতা খুলল মুম্বই। এর আগে দু’টি ম্যাচেই হেরেছে তাঁরা। অন্যদিকে দিল্লি আরও অন্ধকারে। এই নিয়ে টুর্নামেন্টে চতুর্থ ম্যাচ হারল তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement