সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মরশুমে নয়া উদ্যোমে আইপিএলের ২২ গজে নামার প্রস্তুতি নিচ্ছে কেকেআর। আর শনিবারই প্রকাশ্যে এল আন্দ্রে রাসেলদের নতুন জার্সি। তবে জার্সি উন্মোচনের দিন ফের নাইট শিবিরে বড়সড় ধাক্কা। এবার টুর্নামেন্টে অনিশ্চিত হয়ে পড়লেন এক তারকা পেসার।
পিঠে চোটের কারণে শীঘ্রই অস্ত্রোপচার করাতে পারেন শ্রেয়স আইয়ার। যদিও কেকেআর (KKR) ক্যাপ্টেন ভালই জানেন, এই সময় অস্ত্রোপচার হওয়ার অর্থ, গোটা টুর্নামেন্টই মাঠে বাইরে থাকতে হবে। তাই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না বলে খবর। এদিকে আবার দেশের জার্সিতে খেলার জন্য কেকেআরের হয়ে প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না দুই বাংলাদেশি তারকা শাকিব আল হাসান ও লিটন দাসকে। এখনও পর্যন্ত নতুন অধিনায়কও চূড়ান্ত করতে পারেনি শাহরুখ খানের দল। আর তারই মধ্যে এল আরও একটি আপডেট। এবার জানা গেল চোটের কবলে কিউয়ি পেসার লকি ফার্গুসন।
Making a statement yet again, in Purple & Gold!
#AmiKKR #KKR #IPL2023 pic.twitter.com/3YsIr4CcCK
— KolkataKnightRiders (@KKRiders) March 25, 2023
ইডেনে ইতিমধ্যেই অনুশীলন শুরু দিয়েছে নাইট শিবির। প্র্যাকটিস ম্যাচও খেলেছে দল। আর আজ, রবিবার কলকাতায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফার্গুসনের। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আপাতত তিনি আসতে পারছেন না বলেই খবর। তাঁর কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়েও কোনও তথ্য দেওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে। চোট রয়েছে অনরাউন্ডার নীতীশ রানারও। যদিও তাঁর চোট কতখানি গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। ১ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ কলকাতার। আর সপ্তাহ খানেক আগেও বেশ ছন্নছাড়া নাইট পরিবার। যা সমর্থকদের কপালের ভাঁজ গভীর করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.