কেকেআর: ২০৪-৭ (শার্দূল ৬৮, গুরবাজ ৫৭, উইলি ২-১৬)
আরসিবি: ১২৩-৯ (ফ্যাফ ২৩, বিরাট ২১, বরুণ চক্রবর্তী ৪-১৫, সুযশ শর্মা ৩-৩০)
কেকেআর জিতল ৮১ রানে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়! প্রথম ম্যাচের শেষে যে কেকেআরকে দেখে অনেকেরই মনে হয়েছিল এই দলটার কোনও ভবিষ্যৎ নেই, মরশুমের দ্বিতীয় ম্যাচেই সেই নাইটরা বুঝিয়ে দিল আইপিএলের (IPL 2023) সেরাদের লড়াইয়ে KKR ‘আভি জিন্দা হ্যায়’। কিং খানের সামনে বাদশাহর মতোই খেললেন শার্দূল, গুরবাজ, রিঙ্কু সিংরা। আর বল হাতে ম্যাজিক দেখালেন নাইটদের তিন রহস্য স্পিনার। নিট ফল আরসিবিকে লজ্জার হার উপহার।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। শুরুটা মোটেই ভাল হয়নি নাইটদের। একটা সময় স্রেফ ৪৭ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই। ততক্ষণে স্টেডিয়ামে ঢুকে পড়েছেন কিং খান। তাঁর ঝলকানিতে আলোকিত হয়েছে ইডেন (Eden Gardens)। প্রথমে নাইটদের লড়াই শুরু হয় গুরবাজ এবং রিঙ্কুর হাত ধরে। ৪৪ বলে ৫৭ রান করেন আফগান ওপেনার। তারপর আবার ধাক্কা। পরপর দু’বলে আউট গুরবাজ এবং রাসেল। কেকেআর ৮৯ রানে ৫।
তারপর… তারপর যেটা হলে সেটা অনেকেই ভাবেননি। কোনও এক শার্দূল ঠাকুর (Shardul Thakur) এসে জীবনের সেরা টি-২০ ইনিংসটি খেলে দিলেন। বিরাট ভক্ত অর্ধেক ইডেনকে শান্ত করে দিয়ে স্রেফ ২৯ বলে ৬৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দিলেন ভারতীয় ক্রিকেটের ‘লর্ড’। আর যে রিঙ্কু সিংকে এতক্ষণ নিস্প্রভ মনে হচ্ছিল, তিনিও শেষ মুহূর্তে যেন জ্বলে উঠলেন। তিনি শেষ করলেন ৩৩ বলে ৪৬ রানে। একটা সময়ে যেখানে মনে হচ্ছিল KKR দেড়শোও পেরোবে না, সেখান থেকে নাইটরা পৌঁছে গেল ২০৪ রানে।
ইডেনের পিচে এই ২০৫ রানের লক্ষ্যও বিরাট কিছু মনে হচ্ছিল না। সম্ভবত এই রানে পৌঁছতে ফ্যাফ ডু’প্লেসিস, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের বিরাট অসুবিধা হতও না। যদি না সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর সূযশ শর্মাদের মতো তিনজন রহস্য স্পিনার থাকত নাইটদের। প্রথম চার ওভারে নাইটদের দুই পেসারকে ভালই পিটিয়েছিলেন কোহলি এবং ফ্যাফ। কিন্তু পাঁচ নম্বর ওভারে সুনীল নারিন বল করতে আসার পরই বদলে গেল খেলা। প্রথমে বিরাটকে ‘ম্যাজিক’ বলে ক্লিন বোল্ড করে দিলেন নারিন। তারপর বরুণের বলে একইভাবে ফিরলেন ফ্যাফ। আর তারপর একে একে ম্যাক্সওয়েল, হর্ষল। বরুণদের রহস্য যেন কেউ বুঝতেই পারলেন না। রহস্য অবশ্য এখানেই শেষ নয়। আরও বাকি ছিল। ১৯ বছরের তরুণ সূযশ শর্মা যেন কেকেআরের রহস্য স্পিনারদের তালিকায় নয়া সংযোজন। যেটুকু কাজ নারিন-বরুণরা বাকি রেখেছিলেন, সেটা শেষ করলেন এই তরুণ রহস্য স্পিনার। তিনি ফেরালেন দীনেশ কার্তিক, অনুজ রাওয়াতদের। ফলে আরসিবির ইনিংস ১২৩ শেষ রানেই। নাইটরা ৮১ জিতল রানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.