Advertisement
Advertisement
IPL 2023

রিঙ্কু থেকে সূর্য, আইপিএলের গ্রুপ পর্বে নজর কাড়লেন কারা? দেখে নিন সেরা একাদশ

সেরা একাদশে চেন্নাই থেকে ঠাঁই পেলেন ৩ তারকা।

IPL 2023: IPL group stage playing xi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2023 4:25 pm
  • Updated:May 23, 2023 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষ। ৭০টি ম্যাচ। টানটান লড়াই। শেষে প্লে-অফে উঠেছে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, এই চার দল। কিন্তু গ্রুপ পর্বের সেই ৭০ ম্যাচে কারা কারা নজর কাড়লেন। কেমন হতে পারে গ্রুপ পর্বের সেরা প্রথম একাদশ, দেখে নিন। 

১। ফ্যাফ ডু’প্লেসিস (অধিনায়ক): ১৪ ম্যাচে ৭৩০ রান। স্ট্রাইক রেট ১৫৩.৬৮। ফ্যাফ ডু’প্লেসিস ব্যাট হাতে গোটা মরশুমে অনবদ্য ব্যাটিং করেছেন। এখনও কমলা টুপির মালিক তুমিই।
২। শুভমন গিল: কমলা টুপির লড়াইয়ে দু’নম্বরে রয়েছেন ভারতীয় দলের সম্ভাবনাময় তারকা শুভমন গিল (Subhman Gill)। গ্রুপ পর্বে গুজরাটের শীর্ষস্থান দখলের অন্যতম কারিগর তিনি। ১৪ ম্যাচে গিলের সংগ্রহ ৬৮০ রান। স্ট্রাইক রেট ১৫২.৪৬।

Advertisement

[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে পছন্দের একাদশ বাছলেন শাস্ত্রী, দলে চার ভারতীয়]

৩। বিরাট কোহলি: বিরাট (Virat Kohli) এমনিতে গোটা মরশুম ওপেন করেছেন। তবে জাতীয় দলে তিনি খেলেন তিন নম্বরে। আইপিএলের গ্রুপ পর্বের সেরা একাদশেও কিং কোহলিকে রাখা হয়েছে ৩ নম্বরেই। চলতি মরশুমে ৬টি হাফ সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি করেছেন কিং কোহলি। মোট রান ৬৩৯।
৪। সূর্যকুমার যাদব: মরশুমের শুরুতে মোটেই ভাল ফর্মে ছিলেন না। কিন্তু একবার ফর্মে ফেরার পর পিছনে ফিরে তাকাননি সূর্য। চারটি অর্ধশতরান, একটি শতরান-সহ এই মরশুমে করেছেন ৫১১ রান। স্ট্রাইক রেট ১৮৫-রও বেশি।
৫। রিঙ্কু সিং: মরশুমের সেরা আবিষ্কার। ফিনিশার হিসাবে নবজন্ম হয়েছে কেকেআর (KKR) তারকার। ৫-৬ নম্বরে নেমে রিঙ্কু প্রায় দেড়শো স্ট্রাইক রেটে করেছেন ৪৭৪ রান।

৭। হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক): স্পিনারদের বিরুদ্ধে চলতি আইপিএলে সবচেয়ে ভাল ব্যাট করেছেন ক্লাসেনই। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪৮ রান। রয়েছে একটি শতরান। সব মিলিয়ে ১২ ম্যাচে ২৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
৬। শিবম দুবে: চেন্নাইয়ের হয়ে একাধিক ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়েছেন দুবে। চলতি আইপিএলে ৩৩টি ছক্কা মেরেছেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে চেন্নাইয়ের স্লো পিচেও স্বচ্ছন্দ দেখিয়েছে তাঁকে।

[আরও পড়ুন: গিলের প্রশংসা করে টুইট সৌরভের, কোহলির নজিরের উল্লেখ করলেন না মহারাজ]

৮। রশিদ খান: বল হাতে তো বটেই, এই মরশুমে মাঝে মাঝে ব্যাট হাতেও চমক দেখিয়েছেন রশিদ। বল হাতে সর্বোচ্চ উইকেটের দৌড়ে দু’নম্বরে রশিদ। তিনি দখল করেছেন ২৪টি উইকেট। রয়েছে একটি হ্যাটট্রিকও।
৯। যুজবেন্দ্র চাহাল: চাহাল চলতি আইপিএলে উইকেট প্রাপকদের তালিকায় ৩ নম্বরে। তাঁর ইমপ্যাক্ট অনবদ্য। রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা বোলার ছিলেন তিনিই। তাঁর উইকেট সংখ্যা ২১। আর কঠিন ওভারগুলিতে বল করা সত্ত্বেও ইকোনমি রেট ৮,১৭।
১০। মহম্মদ শামি: আইপিএলে নিজের সেরা ফর্মে ধরা দিয়েছেন ভারতীয় পেসার। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন শামি। ১৪ ম্যাচে সংগ্রহ ২৪ উইকেট। ইকোনমি রেট মাত্র ৭,৭০
১১। মাথিসা পাথিরানা: ১০ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। কিন্তু এই পরিসংখ্যানে বন্দি থাকলে হবে না। পাথিরানার প্রভাব এর চেয়ে অনেক বেশি। ডেথ ওভারে যেভাবে ধারাবাহিকভাবে তিনি অনবদ্য বোলিং করেছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। নিয়মিত ডেথ ওভারে বল করেও তাঁর ইকোনমি রেট মাত্র ৭.৫৬।

ইমপ্যাক্ট প্লেয়ার- শুভমন গিল আউট- বরুণ চক্রবর্তী ইন
বরুণ চক্রবর্তী: চলতি বছর কেকেআরের সেরা বোলার ছিলেন বরুণ। ১৪ ম্যাচে ২০ উইকেট পেয়েছেন তিনি। কেকেআরের হয়ে কঠিন ওভারগুলিতে বল করেছেন তিনি। ইকোনমি রেট ৮.১৪

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement