Advertisement
Advertisement
IPL 2023 Final

‘আশা করি দর্শকরা আনন্দ পাবে’, টস জিতে বললেন ধোনি, জমকালো সমাপ্তি অনুষ্ঠানে শুরু ফাইনাল

কী হচ্ছে দুই দলের প্রথম একাদশ?

IPL 2023 Final: CSK won the toss and choose to field | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 29, 2023 7:22 pm
  • Updated:May 29, 2023 10:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর নিরাশ হয়েই স্টেডিয়াম ছেড়েছিলেন দর্শকরা। আইপিএলের মেগা ফাইনালে বাদ সাধে বৃষ্টি। তবে সোম-সন্ধেয় বরুণ দেবের চোখ রাঙানি উধাও। নির্ধারিত সময়েই হল টস। আর তারপরই চেন্নাই নেতা মহেন্দ্র সিং ধোনি বলে দিলেন, গতকাল খেলা ভেস্তে যাওয়ায় মনখারাপ হয়েছিল সমর্থকদের। আজ নিশ্চিত ভাবেই তাঁদের মুখে হাসি ফুটবে।

আইপিএলের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ডে-তে হচ্ছে ফাইনাল (IPL 2023 Final) ম্যাচ। একদিকে ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন গুজরাটের লক্ষ্য টানা দু’বার ট্রফি জিতে ইতিহাস গড়া, আর অন্যদিকে পঞ্চম ট্রফি ঘরে তুলে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ক্যাপ্টেন কুল। সেই লক্ষ্যে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বলেন, “গতকাল গোটা দিন বৃষ্টি হয়েছে। সবদিক ভেবে তাই আগে বোলিংয়ের সিদ্ধান্ত। গতকাল তো ড্রেসিংরুমেই কেটে গিয়েছে। তবে আমরা সকলেই খেলতে চেয়েছিলাম। দর্শকরাও হতাশ হয়েছিল। আশা করি আজ তাঁরা উপভোগ করবেন। এমন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গোটা ২০ ওভারের না হলে ঠিক জমে না। এটাই আনন্দ হচ্ছে যে তা হবে।”   

[আরও পড়ুন: সাইবার প্রতারণার শিকার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, খোয়ালেন ১৭ লক্ষ টাকা!]

গুজরাট অধিনায়ক হার্দিকের গলাতেও শোনা যায় একই সুর। তিনিও জানান, টসে জিতলে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন তিনি। তবে দুই দলই প্রথম একাদশে কোনও বদল ঘটায়নি। গত ম্যাচের কম্বিনেশনই ধরে রেখেছেন ধোনি ও হার্দিক। এবার দেখার, কোয়ালিফায়ারের বদলা নিয়ে হার্দিকরা জয় ছিনিয়ে নিতে পারেন নাকি ফের ধোনি ধামাকায় তৈরি হয় নয়া নজির। 

এদিকে, এদিন জমকালো সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শুরু হয় ফাইনালের মহাযজ্ঞ। ভারতীয় গায়ক কিংয়ের পারফরম্যান্সে জমে ওঠে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। নিজের সুরেলা গলায় মঞ্চ মাতান জোনিতা গান্ধীও। এবার প্রতীক্ষা, কে চ্যাম্পিয়ন হবে, তা দেখার।  

[আরও পড়ুন: পয়লা জুন থেকেই বদলাচ্ছে কলকাতা মেট্রোর এই নিয়মটি, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement