Advertisement
Advertisement

Breaking News

IPL 2023

দিল্লিকে হারিয়ে প্লে-অফে চেন্নাই, প্রায় নিশ্চিত দ্বিতীয় স্থানও

আপাতত চেন্নাইয়ের নজর থাকবে কেকেআর ম্যাচে।

IPL 2023: CSK Beats DC by huge margin | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 20, 2023 7:18 pm
  • Updated:May 20, 2023 8:55 pm  

সিএসকে: ২২৩-৩ (কনওয়ে ৮৭, ঋতুরাজ ৭৯)
দিল্লি: ১৪৬-৯ (ওয়ার্নার ৮৬, অক্ষর ১৫)
সিএসকে ৭৭ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবছর আগেই এই দলটাকে অনেকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। অধিনায়কত্ব নিয়ে পরীক্ষানিরীক্ষা সফল হয়নি। বছর ঘুরেছে। মহেন্দ্র সিং ধোনি স্বস্থানে ফিরেছেন। এবার চেন্নাই সুপার কিংসও স্বস্থানে ফিরল। দ্বিতীয় দল হিসাবে চলতি আইপিএলের প্লে-অফে উঠে গেল সিএসকে। শনিবার একপেশে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে হারিয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গেল ধোনিদের।

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৩ রান তোলে চেন্নাই (Chennai Super Kings)। প্রথমার্ধেই মোটামুটি ম্যাচ জয়ের লক্ষ্যে অর্ধেক কাজ সেরে ফেলে সিএসকে। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়ই কার্যত শেষ করে দেন দিল্লি বোলারদের। কনওয়ে ৫২ বলে ৮৭ এনং ঋতুরাজ ৫০ বলে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে শিবম দুবে (৯ বলে ২২) এবং রবীন্দ্র জাদেজাও মারকুটে ৭ বলে ২০ রানের ইনিংস খেলেন।

Advertisement

[আরও পড়ুন: ফের কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া, ডেপুটি শিবকুমার, বেঙ্গালুরুর স্টেডিয়ামে নিলেন শপথ]

২২৪ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে পাওয়ার-প্লেতেই কার্যত ম্যাচ থেকে বেরিয়ে যায় দিল্লি। পাঁচ ওভারেই ৩ উইকেট খুইয়ে ফেলে তারা। একদিকে অধিনায়ক ডেভিড ওয়ার্নার কার্যত একার হাতে লড়াই চালিয়ে গেলেও তাঁকে সঙ্গত করার মতো একেবারেই কেউ ছিলেন না। ওয়ার্নার একাই করেন ৮৬ রান। তিনি বাদে দুই সংখ্যার রানে পৌঁছেছেন মোটে ২ জন। সেটাই দিল্লির বিরাট হারের কারণ হয়ে দাঁড়াল। ক্যাপিটালসের ইনিংস শেষ হল ৯ উইকেটে ১৪৬ রানে। 

[আরও পড়ুন: দু’হাজারের নোট ‘বন্দি’ ঘোষণার পরই রাজস্থানের সরকারি দপ্তর থেকে উদ্ধার আড়াই কোটি!]

এই জয়ের ফলে চেন্নাইয়ের প্লে-অফে খেলা নিশ্চিত। কার্যত নিশ্চিত দ্বিতীয় স্থানে শেষ করাও। যদিও দ্বিতীয় হওয়াতে সরকারি সিলমোহর পেতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে ধোনি ব্রিগেডকে। কেকেআর বনাম লখনউ ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ারা যদি হারেন বা ছোট ব্যবধানে জেতেনও, তাতেও দ্বিতীয় স্থান নিশ্চিত চারবারের চ্যাম্পিয়নদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement