Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

‘কেকেআরে ডাক পেলে খুশি হতাম’, আক্ষেপ আইপিএলে পাঞ্জাব কিংসে সুযোগ পাওয়া ঋত্বিকের বাবার

তবে, ঋত্বিক দল পাওয়ায় খুশি তাঁর আদি বাড়ি আউশগ্রামের প্রতিবেশীরা।

IPL 2022: Writtick chatterjee's father wishes his son to play for KKR | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 15, 2022 4:22 pm
  • Updated:March 21, 2022 1:02 pm  

ধীমান রায়, কাটোয়া: আইপিএলে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলবেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ঋত্বিক চট্টোপাধ্যায়। নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। ঘরের ছেলে আইপিএল ক্রিকেটে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া আউশগ্রামে। তবে, ঋত্বিকের বাবার আক্ষেপ ছেলে কলকাতার দল কেকেআরে সুযোগ পেলে আরও ভাল লাগত।  

আউশগ্রামের সুয়াতা গ্রামে পৈতৃক বাড়ি ঋত্বিক চট্টোপাধ্যায়ের (Writtick chatterjee)। যদিও কর্মসূত্রে তার বাবা বিজয় চট্টোপাধ্যায় কলকাতায় থাকেন। কলকাতাবাসী হলেও নিয়মিত দেশের বাড়ি সুয়াতা গ্রামে যাতায়াত রয়েছে ঋত্বিকের। গ্রামের বাড়িতে এলে পাড়ার ছেলেদের সঙ্গে মাঠে যেতেও ভোলেন না। তাই আউশগ্রামের খেলার মাঠেও ভীষণ পরিচিত মুখ। রনজি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলেন এই অল-রাউন্ডার। এবার আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: পশুখাদ্য দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব, চলতি সপ্তাহেই সাজা ঘোষণা]

এ বছর আইপিএলে (IPL 2022) বাংলার যে গুটিকয়েক ক্রিকেটার দল পেয়েছেন। তাঁদের মধ্যে একজন ঋত্বিকও। বর্তমানে বারাসতে থাকেন ঋত্বিকরা। মাসখানেক আগে বিয়েও করেছেন। বাবা বিজয় চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বলেন, ‘‘ছেলে যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার সুযোগ পেত তাহলে আরও খুশি হতাম।’’ বলে রাখা দরকার, আইপিএলে বাংলার কোনও ক্রিকেটারকে নিয়েই আগ্রহ দেখায়নি নাইটরা (KKR)। ঋত্বিকের প্রতিও কেকেআর টিম ম্যানেজমেন্ট কোনও আগ্রহ দেখায়নি। দাদা সুজয় বলেন, ‘‘বাংলা থেকে খেলোয়াড়কে নিয়েছে এটাই বড় কথা। ভাই পারফরম্যান্স করুক এটাই চাই।’’ ঋত্বিক বলেন,‘‘আমাকে আইপিএলে খেলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

[আরও পড়ুন: জনবিচ্ছিন্ন হচ্ছে কংগ্রেস! ৪৬ বছর পর ‘হাত’ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী]

ঋত্বিকের সাফল্য কামনা করছেন প্রতিবেশী থেকে সুয়াতা গ্রামবাসীরাও। তার খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। গুসকরার বাসিন্দা ইজাজ হোসেন, বিকর্ণ মণ্ডলরা বলেন, ‘‘আমাদের এলাকারই একজন ছেলে আইপিএলে খেলছে এর চেয়ে গর্বের আর কি হতে পারে। আমরা ঋত্বিকের জন্য গর্বিত।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement