Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

প্লে-অফের জটিল অঙ্কে এখন মুম্বইয়ের সমর্থক বিরাট কোহলি! শনিবার থাকতে পারেন স্টেডিয়ামেও

বিরাট কোহলি এখন রোহিত শর্মার সবচেয়ে বড় সমর্থক।

IPL 2022: Virat Kohli hints at attending Mumbai Indians-Delhi Capitals match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 20, 2022 10:50 am
  • Updated:May 20, 2022 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2022) প্লে-অফের জটিল অঙ্ক যেন ভারতীয় ক্রিকেটের দুই মেরুকে এক বিন্দুতে এনে দাঁড় করাল। এমনিতে সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে তাঁদের সম্পর্কের শীতলতা নিয়ে যতই আলোচনা হোক, বিরাট কোহলি এখন রোহিত শর্মার (Rohit Sharma) সবচেয়ে বড় সমর্থক। এমনকী শনিবার রোহিতদের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটাতে স্টেডিয়ামেও উপস্থিত থাকতে পারেন কিং কোহলি।

আসলে বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ভালভাবে জেতার পরও কোহলিদের (Virat Kohli) প্লে-অফে ওঠাটা এখনও পুরোপুরি রোহিতদেরই হাতে। শনিবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ঋষভ পন্থদের দিল্লিকে হারায়, একমাত্র তাহলেই প্লে-অফে খেলার সুযোগ পাবে কোহলির আরসিবি (RCB)। এই মুহূর্তে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও শনিবার দিল্লি জিতলেই বিরাটরা নেমে যাবেন পাঁচ নম্বরে। কারণ নেট রান রেটের বিচারে দিল্লি ক্যাপিটালসের থেকে অনেক পিছিয়ে আরসিবি।

Advertisement

[আরও পড়ুন: ‘সৌরভের মতো সতীর্থদের পাশে দাঁড়াননি অধিনায়ক কোহলি’, বিস্ফোরক বীরেন্দ্র শেহওয়াগ]

স্বাভাবিকভাবেই বিরাট কোহলিরা এখন ক্রিকেট ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যাতে শনিবার যেনতেনপ্রকারে মুম্বই ইন্ডিয়ান্স জিতে যায়। বৃহস্পতিবার অনবদ্য ইনিংস খেলে দলকে জেতানোর পরও সম্ভবত সেকারণেই কোহলির মুখে উঠে এসেছে মুম্বই ম্যাচের প্রসঙ্গত। টিম ইন্ডিয়ার (Team India) সদ্যপ্রাক্তন অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন, শনিবার তিনি স্টেডিয়ামেও উপস্থিত থাকতে পারেন রোহিতদের হয়ে গলা ফাটাতে। বিরাট বলছিলেন,”আগামী দু’দিন নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা করব আর মুম্বইকে সমর্থন করব। এখন মুম্বইয়ের আরও দু’জন সমর্থক বাড়ল (বিরাট এবং ফ্যাফ ডু’প্লেসিস)। বলা ভাল, ২৫ জন নতুন সমর্থক পেয়ে গিয়েছে মুম্বই (Mumbai Indians)। আমরা হয়তো স্টেডিয়ামেও থাকতে পারি।” আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসও বলে দিয়েছেন, তিনি রোহিত শর্মার উপর ভরসা রাখছেন।

[আরও পড়ুন: ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠান, বদলে যাচ্ছে আইপিএল ফাইনাল শুরুর সময়]

আইপিএলের প্লে-অফের অঙ্ক মোটামুটি পরিষ্কার। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপারজায়ান্টস ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে। নিশ্চিত রাজস্থান রয়্যালসও। রাজস্থানের হাতে আরও একটি ম্যাচ আছে। তাঁরা প্রথম বা দ্বিতীয় স্থানেও শেষ করতে পারে। চতুর্থ স্থানের জন্য লড়াই আপাতত দিল্লি (Delhi Capitals) এবং আরসিবির। বাকি দলগুলি পুরোপুরি ছিটকে গিয়েছে লড়াই থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement