Advertisement
Advertisement
KKR

এবারের আইপিএলের প্লে-অফে খেলবে KKR, এক ম্যাচ দেখেই বলে দিলেন গাভাসকর

এদিকে, আরসিবির বিরুদ্ধে দলে একটি পরিবর্তন করতে পারে নাইটরা।

IPL 2022: Sunil Gavaskar believes KKR could play in Playoffs | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 29, 2022 3:12 pm
  • Updated:March 29, 2022 8:19 pm

স্টাফ রিপোর্টার: গত আইপিএল নিলামের সময় কেকেআরের (KKR) রিজার্ভ বেঞ্চের অবস্থা দেখে টিমটা কত দূর যাবে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু একটা ম্যাচ যেতে না যেতেই এই মরশুমে কেকেআরকে প্লে-অফে দেখতে পাচ্ছেন সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো কিংবদন্তিরা।

স্টার স্পোর্টসের এক শোয়ে গাভাসকর বলে দিয়েছেন, ‘‘অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবারেও অন্যতম ফেভারিট। দিল্লি ক্যাপিটালসও তাই। দিল্লি শেষ দু’বছরে যেভাবে পারফর্ম করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। দ্বিতীয় দল হিসাবে দিল্লিকে ফেভারিট বলব। একই সঙ্গে কেকেআরকেও প্লে-অফে দেখছি আমি।” অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনও কেকেআরকে সম্ভাব্য প্লে-অফ তালিকায় দেখছেন। আসলে প্রথম ম্যাচে নাইটরা দল নিয়ে একাধিক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। রাহানের ফর্ম ওপেনিং নিয়ে সমস্যার সমাধান করে দিয়েছে। ব্যাটিং অর্ডার এখন শক্তিশালী দেখাচ্ছে। আবার যেভাবে প্রথম ম্যাচে উমেশ যাদব নতুন বলে শত্রুর ঘরে আঘাত হেনেছেন, সেটাও বেশ চমকপ্রদ।

Advertisement

[আরও পড়ুন: নিলামে দর উঠেছিল ২০ লাখ টাকা, অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন অখ্যাত আয়ুশ বাদোনি]

এদিকে, আর একটা দিন পর ফাফ ডু’প্লেসি-বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আর সেই ম্যাচে টিমে একটা পরিবর্তন করলেও করতে পারে কেকেআর। প্রথম ম্যাচে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হেলায় গুঁড়িয়ে দেওয়ার পরেও। খবর যা, তাতে আগামী বুধবার আরসিবির বিরুদ্ধে টিমে ফিরতে পারেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। সদ্য বিয়ে করেছেন বলে আইপিএল খেলতে ভারতে আসতে একটু দেরি হয়েছে সাউদির। যে কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল কেকেআর। চারের বদলে। শোন গেল, সাউদি (Tim Southee) মুম্বইয়ে কেকেআর ছাউনিতে চলে এসেছেন দিন তিনেক হল। তারপর থেকে তিনি নিভৃতাবাসে। যা শেষ হবে মঙ্গলবার। নাইট শিবিরের কেউ কেউ বললেন, নিভৃতাবাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই দ্বিতীয় ম্যাচে সাউদির নামার একটা সম্ভাবনা আছে।

[আরও পড়ুন: ‘পাক ক্রিকেটের জন্য কিছুই করেনি PSL’, আইপিএলের মধ্যেই ক্ষোভ উগরে দিলেন কানেরিয়া]

চেন্নাই (CSK) ম্যাচের পর গতকালই প্রথম প্র্যাকটিস ছিল কেকেআরের। এ দিন সকালে টিমের জিম সেশন, পুল সেশন ছিল। বিকেলে মাঠে গেলেন শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement