Advertisement
Advertisement

IPL 2022: বিরাট ঝড়ে উড়ে গেল গুজরাট, প্লে অফের দৌড়ে টিকে রইল আরসিবি

হেরে গেলেও পয়েন্ট তালিকায় সবার উপরে গুজরাটই। প্লে অফে আগেই পৌঁছে গিয়েছে তারা।

IPL 2022: RCB beats Gujarat Titans at ease। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 19, 2022 11:13 pm
  • Updated:May 20, 2022 12:32 am  

গুজরাট টাইটান্স: ১৬৮/৫ (হার্দিক-৬২*, মিলার-৩৪)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭০/২ (বিরাট-৭৩, ম্যাক্সওয়েল-৪০*)
৮ উইকেটে জয়ী আরসিবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আজকে জেতার পরও বলে দেওয়া যাচ্ছে না যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফে পৌঁছে গিয়েছে। গুজরাটকে ৮ উইকেটে হারানোর ফলে আরসিবি-র পয়েন্ট এখন ১৬। দিল্লির পয়েন্ট ১৪। শনিবার মুম্বইকে যদি দিল্লি হারিয়ে দেয় তাহলে প্লে অফে পৌঁছে যাবে ঋষভ পন্থের দলই। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্সের থেকে রান রেটে অনেকটাই এগিয়ে দিল্লি। 

Advertisement

গুজরাট টাইটান্স আগেই পৌঁছে গিয়েছে প্লে অফে। এই ম্যাচের ফলাফল নিয়ে তারা মোটেও ভাবিত নয়। কিন্তু আরসিবি-র কাছে আজকের ম্যাচ ছিল একপ্রকার বাঁচা-মরার। সেই ম্যাচে জ্বলে উঠলেন বিরাট কোহলি। আইপিএলে (IPL 2022) নিজের চেনা ছন্দে ধরা দিচ্ছেন না কোহলি। রান নেই ব্যাটে। ‘গেল গেল’ রব উঠেছিল সর্বত্র। সেই জায়গায় মোক্ষম সময়ে জ্বলে উঠলেন কোহলি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করলেন ৭৩ রান। তাঁর ওপেনিং পার্টনার ফ্যাফ ডু’ প্লেসিসও অন্য অবতারে ধরা দিলেন। সব মিলিয়ে আরসিবি এদিন সুপারহিট। 

[আরও পড়ুন: ‘মাঠে এলে হতাশই হবেন’, মোহনবাগান সমর্থকদের হুঁশিয়ারি বসন্ধুরার কিংসলের]

গুজরাট টাইটান্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই হ্যাজলউডের বলে শুভমান গিলের (১) দুরন্ত ক্যাচ ধরেন ম্যাক্সওয়েল। ম্যাথু ওয়েড (১৬) এলবিডব্লিউ হন ম্যাক্সওয়েলের বলে। ঋদ্ধিমান সাহা ভালই খেলছিলেন। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার ডাকে সাড়া দিয়ে রান আউট হন ঋদ্ধি (৩১)। গুজরাট টাইটান্সের তখন তিন উইকেটে ৬২ রান। এরপরে ডেভিড মিলার ও হার্দিক গুজরাটের ইনিংস গোছানোর কাজ শুরু করেন।  ব্যক্তিগত ৩৪ রানে ফেরেন ডেভিড মিলার। শেষের দিকে রশিদ খান ও অধিনায়ক হার্দিক মারমুখী হয়ে ওঠায় গুজরাট করে ৫ উইকেটে ১৬৮ রান। 

এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলতে থাকেন কোহলি ও ডু’ প্লেসিস।  ডু’ প্লেসিস ব্যক্তিগত ৪৪ রানে আউট হন। আরসিবি ততক্ষণে তুলে ফেলেছে ১১৫ রান। দারুণ ছন্দে ব্যাট করছিলেন কোহলি। কিন্তু ম্যাচের মোক্ষম সময়ে রশিদ খানকে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড হন বিরাট (৫৪ বলে ৭৩ রান)। এবারের টুর্নামেন্টে এটাই কোহলির সর্বোচ্চ রান। তিনি ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সারেন ম্যাক্সওয়েল। ৪০ রানে অপরাজিত থেকে যান এই অজি তারকা। আট বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আরসিবি। 

[আরও পড়ুন:  IPL 2022: রিঙ্কু সিং কি নো বলে আউট হয়েছেন? ভাইরাল ভিডিও ঘিরে হুলুস্থুল সোশ্যাল মিডিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement