Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! শামিকে শুভেচ্ছা জনপ্রিয় পর্নস্টারের

পর্নতারকার টুইট রীতিমতো হইচই ফেলে দিয়েছে!

IPL 2022: Pornstar congratulates Md Shami for his performance | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 30, 2022 11:02 am
  • Updated:March 30, 2022 11:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, বিশ্বজুড়ে আইপিএলের জনপ্রিয়তা যে ততই বেড়ে চলেছে, তার প্রমাণ মিলল আরও একবার। একেবারে সুদূর মার্কিন মুলুক থেকে শুভেচ্ছা বার্তা পেলেন মহম্মদ শামি। গুজরাটের জার্সি গায়ে শামির দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করলেন নামী পর্নতারকা।

চলতি আইপিএলে (IPL 2022) নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে নেয় হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। সেই ম্য়াচে প্রথম বলেই লখনউ অধিনায়ক কেএল রাহুলকে আউট করেন শামি (Mohammad Shami)। ভারতীয় পেসারের নিখুঁত ডেলিভারিতে ভেঙে পড়ে লখনউয়ের টপ-অর্ডার। একাই তুলে নেন তিনটি উইকেট। আর সেই সৌজন্যে আরও সহজ হয়ে যায় গুজরাটের জয়ের পথ। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত পার্পল ক্যাপের মালিক হতে পারেননি শামি। তবে এবার যে আগুনে গতিতে টুর্নামেন্টের শুরুটা করলেন তিনি, তাতে কোথায় থামবেন, বোঝা কঠিন। তাঁর এই অসামান্য পারফরম্যান্সেরই দৌলতেই জানা গেল, বিশ্বের আনাচে-কানাচে তাঁর কত অনুরাগী লুকিয়ে রয়েছেন। তাঁদেরই অন্যতম কেন্দ্রা লাস্ট। 

Advertisement

[আরও পড়ুন: নর্থ ম্যাসাডোনিয়াকে হারাতেই পাকা হল টিকিট, পঞ্চমবারের জন্য বিশ্বকাপে রোনাল্ডো]

বাংলার পেসারকে টুইট করে অভিনন্দন জানান এই জনপ্রিয় হলিউড পর্নতারকা। সোমবার লখনউ দলের ব্যাটারদের চাপে ফেলার পরে টুইটারে একটি টুইট নিয়ে শোরগোল পড়ে যায়। দেখা যায় কেন্দ্রা লিখেছেন, “অসাধারণ পারফর্ম করেছে শামি।” আর তখনই বোঝা যায়, সুদূর মার্কিন মুলুকে থেকেও আইপিএলে নজর রাখেন এই পর্নতারকা।

তবে এই প্রথম নয়, এর আগে বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রা। পাশাপাশি তিনি যে খেলাধুলা বেশ ভালবাসেন, সে বিষয়টিও তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। কলম্বিয়ান ফুটবল তারকা জেমস রডরিগেজকেও টুইট করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তিনি। আর এবার ভাল খেলার প্রশংসা পেলেন শামি। ভারতীয় পেসারের ‘নয়া অনুরাগী’কে নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।

kendra

[আরও পড়ুন: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আইপিএলের প্লে-অফের ম্যাচ পাচ্ছে ইডেন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement