Advertisement
Advertisement
Suresh Raina

শেষবেলায় আইপিএলে দল পাচ্ছেন রায়না! সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জল্পনা

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেল চেন্নাই।

IPL 2022: Netizens want Hardik Pandya's Gujarat Titans to sign Suresh Raina star for IPL 2022 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 2, 2022 8:49 pm
  • Updated:March 21, 2022 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলের (IPL 2022) নিলামে সবচেয়ে বড় শিরোনাম ছিল সুরেশ রায়নার অবিক্রিত থেকে যাওয়া। ১০টি ফ্র্যাঞ্চাইজির কেউই বর্ষীয়ান রায়নাকে দলে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখায়নি। যা রীতিমতো হতাশ করেছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যের চাকা খুলে যেতে পারে মিস্টার আইপিএলের জন্য। ক্রিকেট মহলে গুঞ্জন, শেষ মুহূর্তে রায়নাকে নিজেদের দলে টেনে নিতে পারে তাঁর ঘরের দল গুজরাট টাইটান্স।

আসলে একদিন আগেই গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ইংলিশ তারকা জ্যাসন রয় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর পরিবর্তে অভিজ্ঞ কাউকে দলে টানতে চাইবে হার্দিক পাণ্ডিয়ার দল। সেক্ষেত্রে রায়নার নাম ভাবা হতে পারে বলে জল্পনা সোশ্যাল মিডিয়ায়। সেই জল্পনায় আবার ধুনো দিয়েছেন রায়না নিজেই। এদিন সোশ্যাল মিডিয়ায় আল্লু অর্জুনের পুষ্পা ছবির ভঙ্গি অনুকরণ করে গুজরাট টাইটান্সের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন রায়না নিজেই। সঙ্গে ক্যাপশনে আল্লু অর্জুনের ছবিরই সংলাপ, “আমি আগুন। বুঝতেই পারছেন কী বলতে চাইছি।” রায়নার এই ছবি পোস্টের পর জল্পনা আরও বেড়েছে।

[আরও পড়ুন: ‘অনেক আগে থেকে জানা সত্ত্বেও পড়ুয়াদের কেন ফেরানো হল না?’, ইউক্রেন ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার]

আইপিএলের প্রথম সংস্করণ থেকেই রায়না খেলছেন। গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ১৬০। টি-টোয়েন্টি লিগে রায়নার নামের পাশে লেখা ৫৫২৮ রান। একটি শতরান ও ৩৯টি অর্ধশতরান রয়েছে। রায়না এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। খেলেন না ঘরোয়া ক্রিকেটও। সম্ভবত দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার জন্যই নিলামে দল পাননি রায়না। যদিও, জ্যাসন রয়ের জায়গায় তাঁকে নিয়ে নিতে পারে গুজরাট। রায়না এমনিতেও গুজরাটের ‘লোকাল বয়’। যা ওই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালুও বাড়াতে পারে।

[আরও পড়ুন: মমতার প্রতি শহরের গরিবদের আস্থা অটুট, পুরভোটের ফলপ্রকাশের আগেই স্বীকার সিপিএমের!]

রায়নার সমর্থকরা খানিক সুখবর পেলেও তাঁর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংসের জন্য রয়েছে বড়সড় দুঃসংবাদ। এবারের আইপিএলের বেশিরভাগ অংশেই চেন্নাই পাবে না রেকর্ড অঙ্কে সই করানো দীপক চাহারকে (Deepak Chahar)। সূত্রের খবর হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএলের বেশিরভাগ অংশেই থাকছেন না চাহার। যেটা সিএসকের জন্য বড় ধাক্কা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement