সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 15) পঞ্চদশ মরশুমের আগে বড়সড় চমক। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই মরশুমে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা। ভবিষ্যতের কথা ভেবে সিএসকের নেতৃত্বের দায়িত্ব জাদেজার হাতে নিজেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি। তবে ক্রিকেটার হিসাবে সিএসকের হয়ে খেলবেন ধোনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি।
Official Statement
#WhistlePodu #Yellove
@msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলে এই দু’টি নাম সমার্থক হয়ে উঠেছিল। আইপিএলের সেই শুরুর মরশুম অর্থাৎ ২০০৮ থেকেই চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে খেলছেন ধোনি। প্রথম বছর নিলামে রেকর্ড ৬ কোটি টাকা দিয়ে ধোনিকে কেনে সিএসকে। শুরু থেকেই সিএসকের (CSK) অধিনায়ক হিসাবেই খেলেছেন মাহি। তাঁর নেতৃত্বেই ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। মাঝে দু’বছর ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে সিএসকেকে নির্বাসিত করা হয়। সেই দু’বছর রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফিরতেই ধোনিও ফেরেন। এবং ফের দলকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেন তিনি।
এই মরশুমের শুরুর আগে রিটেনশনের তালিকায় দেখা যায় প্রথম পছন্দ হিসাবে সিএসকে জাদেজাকে রেখেছে চেন্নাই। তখনই জল্পনা শুরু হয়, তাহলে হয়তো ভবিষ্যতের কথা ভেবে দলের অধিনায়কত্বের ভার জাদেজার (Ravindra Jadeja) হাতে তুলে দিতে পারেন ধোনি। কিন্তু সেই সময়ে চেন্নাই কিছু ঘোষণা করেনি। মরশুম শুরুর মাত্র দিন দুই আগে বড় ঘোষণা করে দিল চেন্নাই সুপার কিংস। ধোনির মতো জাদেজাও চেন্নাইয়ের ডিএনএর সঙ্গে মানিয়ে নিয়েছেন। ২০১২ সাল থেকে তিনি চেন্নাই সুপার কিংসে আছেন। ভবিষ্যতের কথা ভেবে যোগ্য কাঁধেই দলের নেতৃত্ব তুলে দিলেন মাহি।
ধোনির এই সিদ্ধান্তে হয়তো কিছুটা হতাশ হবেন সমর্থকরা। তবে স্বস্তির খবর হল, অধিনায়ক না থাকলেও ক্রিকেটার হিসাবে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন ধোনি। সিএসকের বিবৃতিতে বলা হয়েছে, এই মরশুমের পরেও তিনি খেলবেন। যদিও এই বয়সে অধিনায়ক না থাকলে ধোনি সব ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.