Advertisement
Advertisement
Kolkata Knight Riders

অনুশীলন ম্যাচে দুর্দান্ত ছন্দে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিংরা, দেখুন ভিডিও

মরশুমের প্রথম ম্যাচে কাকে কাকে পাওয়া যাবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে নাইট শিবিরে।

IPL 2022: Kolkata Knight Riders have kicked their preparations for the 15th season of IPL | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 24, 2022 1:09 pm
  • Updated:March 24, 2022 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর দু’টো দিন। তারপরই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করে দেবে কেকেআর। তার আগে নাইট শিবিরে একদিকে যেমন চিন্তার চোরাস্রোত বইছে, অন্যদিকে তেমনই বইছে স্বস্তির হাওয়া। টেনশনের চোরাস্রোত বয়ে যাওয়ার মূল কারণ প্রথম ম্যাচে একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতি। আর স্বস্তির কারণটি হল, প্রথম ম্যাচের আগে অনুশীলনে ভারতীয়দের দুর্দান্ত ফর্মে থাকা।

আসলে, মরশুমের প্রথম ম্যাচে কাকে কাকে পাওয়া যাবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে নাইট শিবিরে। প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ (Aron Finch) প্রথম পাঁচ ম্যাচে থাকছেন না। টিম সাউদিও (Tim Southee) বিয়ে করার জন্য নাইট শিবিরে দেরিতে যোগ দিয়েছেন। প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং স্যাম বিলিংস (Sam Billings) ম্যাচ ফিট। মহম্মদ নবি এবং চামিকা করুণারত্নে অবশ্য ফিট। কিন্তু প্রশ্ন হচ্ছে চতুর্থ বিদেশি হিসাবে কি তাহলে চামিকা করুণারত্নেকে খেলাবে নাইটরা? নাকি খেলানো হবে স্পিনার নবিকে। সেক্ষেত্রে পেস বিভাগে সমস্যা দেখা দিতে পারে। শেষ পর্যন্ত অবশ্য সাউদিকে খেলানোর চেষ্টা করবে কেকেআর।

[আরও পড়ুন: IPL 2022: আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে থাকছেন না দুই বিদেশি তারকা, বড় ধাক্কা খেল KKR]

ক্রিকেটারদের কাকে পাওয়া যাবে বা কাকে খেলানো হবে, সেসব নিয়ে চিন্তা থাকলেও যারা যারা ফিট এবং দলে থাকবেন, তাঁদের ফর্ম নিয়ে কোনও চিন্তা নাইট শিবিরে নেই। মরশুম শুরুর আগে বুধবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেছিল নাইটরা। তাতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানারা। ভাল ফর্ম দেখিয়েছেন কয়েকজন অনামী ক্রিকেটারও।

কেকেআর নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচটি খেলে। টিম গোল্ড ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৪ রান করে। ভেঙ্কটেশ আইয়ার করেন ৪৭ বলে ৮৭ রান। ভেঙ্কির সেই ইনিংসের হাইলাইটের ভিডিও শেয়ার করেছে নাইটরা। যদিও টিম পার্পল সহজেই সেই রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। মাত্র ১৭ ওভারে নির্ধারিত টার্গেটে পৌঁছে যান নীতীশ রানারা। রানা নিজে করেন ২৯ বলে ৫১, ২৬ বলে ৫২ রান করেন অনামী অভিজিৎ তোমর। রিঙ্কু সিং করেন ২২ বলে ৪৮ রান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement