Advertisement
Advertisement
IPL 2022

ওপেন করবেন কে? হায়দরাবাদের বিরুদ্ধে টিম কম্বিনেশন নিয়ে চিন্তায় নাইটরা

রাহানের খারাপ ফর্ম ভোগাচ্ছে কেকেআরকে।

IPL 2022: KKR worried about team combination | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2022 1:30 pm
  • Updated:April 14, 2022 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক‌্যাপিটালসের কাছে হারটা কিছুটা হলেও চাপে ফেলেছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। শুধু হার নয়, প্রত্যেকটা বিভাগেই দিল্লি টেক্কা দিয়েছে। এসবের মধ্যে আবার ওপেনিং নিয়ে চিন্তা। অজিঙ্ক রাহানে শুরুতে রান পেয়েছিলেন। কিন্তু তারপর থেকে একেবারে ফর্মে নেই। দিল্লির বিরুদ্ধেও চূড়ান্ত ব‌্যর্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কী রাহানের জায়গায় ওপেনিংয়ে অ‌্যারন ফিঞ্চকে (Aron Finch) নিয়ে আসা হবে?

শুরুর কয়েকটা ম‌্যাচে ফিঞ্চ ছিলেন না। দিনকয়েক আগে নাইট শিবিরে যোগ দিয়েছেন ফিঞ্চ। তারপর তিনদিনের নিভৃতাবাস কাটিয়ে প্র‌্যাকটিসে নেমে পড়েছেন ফিঞ্চ। কেকেআরের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘‘আমাদের টিম যথেষ্ট ভাল। আমরা আগ্রাসী ক্রিকেট খেলছি। যেটা দেখতেও খুব ভাল লাগছে। দেখুন, টি-টোয়েন্টি এমনই একটা ফর‌ম‌্যাট, যেখানে বিপক্ষকে সবসময় চাপে রাখতে হয়। ’’ তবে ফিঞ্চ স্বীকার করে নিয়েছেন, ভারতীয় উইকেটে মানিয়ে নেওয়ার জন‌্য কিছুটা সময় লাগে। ফিঞ্চ বলেছেন, ‘‘এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিদেশি ক্রিকেটারদের একটু সময় লাগে। তবে উইকেট দেখলাম, খুব ভাল। বাউন্স আছে। দারুণ চ‌্যালেঞ্জিং হতে চলেছে।’’

Advertisement

[আরও পড়ুন: শুধু আইপিএল নয়, টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন দীপক চাহার, চিন্তায় টিম ম্যানেজমেন্ট]

এখন প্রশ্ন হল, রাহানের (Ajinkya Rahane) পরিবর্তে ফিঞ্চকে কী ওপেনিংয়ে নিয়ে আসা হবে? খবর নিয়ে জানা গেল, শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ ম‌্যাচে টিম কম্বিনেশন কী হবে, সেটা এখনও ঠিক করতে পারেনি নাইট টিম ম‌্যানেজমেন্ট। আসলে ফিঞ্চকে খেলাতে হলে একজন বিদেশি ক্রিকেটারকে বসাতে হবে। প‌্যাট কামিন্স, সুনীল নারিন, আন্দ্রে রাসেল খেলবেনই। সেক্ষেত্রে স‌্যাম বিলিংসের জায়গায় খেলাতে হবে ফিঞ্চকে। তাতেও সমস‌্যা। তাহলে আবার উইকেটকিপার হিসাবে শেল্ডন জ‌্যাকসনকে খেলাতে হবে। কিন্তু প্রথম দুটো ম‌্যাচে তিনি যা পারফর্ম করেছেন, তাতে তাঁর ভরসা রাখা যাচ্ছে কোথায়? সেটা নিয়েও ভাবতে হচ্চে কেকেআর টিম ম‌্যানেজমেন্টকে।

[আরও পড়ুন: IPL 2022: ধাওয়ান-স্মিথ ধামাকায় উজ্জ্বল পাঞ্জাব, টানা ৫ ম্যাচে পরাস্ত পাঁচপারের চ্যাম্পিয়ন মুম্বই]

শুক্রবার ফিঞ্চ ওপেন করবেন কিনা, সেটাই এখন দেখার। সব মিলিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে নামার আগে বেশ ভালরকম চিন্তায় নাইটরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement