Advertisement
Advertisement
IPL 2022

IPL 2022: বিফলে রিঙ্কু-রাসেলদের লড়াই, আইপিএলে হেরেই চলেছে কেকেআর

কেন দলে এত পরিবর্তন? কেন বসলেন ফিঞ্চ? প্রশ্ন সমর্থকদের।

IPL 2022: KKR lost their fifth match of the tournament
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2022 7:34 pm
  • Updated:April 23, 2022 8:28 pm

গুজরাট টাইটান্স: ১৫৬-৯ (হার্দিক ৬৭, মিলার ২৭)
কেকেআর: ১৪৮-৮  (রাসেল ৪৮, রিঙ্কু সিং ৩৫)
গুজরাট ৮ রানে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিফলে আন্দ্রে রাসেলের (Andre Russell) একার লড়াই। আইপিএলে ফের হার কলকাতা নাইট রাইডার্সের। টপ অর্ডারের বিশ্রী ব্যাটিং ফের ডুবিয়ে দিল কেকেআরকে। নাইটরা হারল ৮ রানে। এই নিয়ে আইপিএলে টানা ৫ ম্যাচ হারল নাইটরা।

Advertisement

লাগাতার হারের জেরে এদিন প্রথম একাদশে একাধিক বদল আনে কেকেআর (KKR)। কামিন্সের জায়গায় দলে আসেন সাউদি। শেলডন জ্যাকসন এবং অ্যারন ফিঞ্চের বদলে দলে আসেন বিলিংস এবং রিঙ্কু সিং। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভাল হয়নি গুজরাটের। ভাল ফর্মে থাকা শুভমন গিল মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। যদিও প্রথম উইকেটের পতনের পর অধিনায়ক হার্দিক এবং উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ব্যাটে ঘুরে দাঁড়ায় গুজরাট। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) করেন ২৫ বলে ২৫ রান। অধিনায়ক হার্দিক ৪৯ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। মিলার করেন ২০ বলে ২৭ রান। ১২ বলে ১৭ করেন রাহুল তেওয়াটিয়া। শেষদিকে কেকেআরের বোলাররা ভালই কামব্যাক করেন। শেষ ওভার চার উইকেট তুলে নজর কাড়েন রাসেল।

[আরও পড়ুন: দায়িত্ব ছাড়ছেন অরুণ লাল, আগামী মরশুমে বাংলা দলের কোচ হওয়ার দৌড়ে দুই প্রাক্তন ক্রিকেটার]

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নাইট শিবির। ব্যাটিং অর্ডারে গুচ্ছ পরিবর্তনের ফল ভুগতে হয় নাইটদের। ব্যর্থ হন ওপেন করতে আসা স্যাম বিলিংস এবং সুনীল নারিন (Sunil Narin)। নীতীশ রানা এদিন ফের ব্যর্থ হন। রান পাননি অধিনায়ক শ্রেয়স আইয়ারও। একটা সময় ৩৪ বলে ৪ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে যায় নাইটরা। সেখান থেকে দল ঘুরে দাঁড়ায় রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ব্যাটে ভর করে। কেকেআরে যাকে বারবার নেওয়া নিয়ে চরম সমালোচনা হয়, সেই রিঙ্কু এদিন করেন ২৮ বলে ৩৫ রান। ভেঙ্কটেশ করেন ১৭ বলে ১৭ রান। শেষদিকে ফের কার্যত একার হাতে কেকেআরকে লড়াইয়ে ফেরান আন্দ্রে রাসেল। বল হাতে যেমন তিনি চার উইকেট তুললেন তেমনই ব্যাট হাতে খেললেন ২৫ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস। কিন্তু তাঁর একার লড়াই-ই শেষ। শেষ ওভারে যখন ৪ বলে ১২ রান দরকার তখনই আউট হয়ে যান মাসলম্যান। তখনই শেষ হয়ে যায় নাইটদের আশা।

[আরও পড়ুন: রাজস্থান ম্যাচে ‘নো-বল’ ঘিরে ধুন্ধুমারের জের, দল তুলে নিতে চাওয়ায় কড়া শাস্তির মুখে পন্থ]

এদিনের হারের ফলে চলতি মরশুমে ৮ ম্যাচের মধ্যে ৫টিতেই হারের মুখ দেখতে হল কেকেআরকে। আপাতত তাঁরা পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে বাকি ৬ ম্যাচের মধ্যে অন্তত ৫টি জিততেই হবে নাইটদের। কিন্তু দল যেভাবে পারফর্ম করছে, তাতে এই মুহূর্তে কোনও আশাই দেখছেন না কেকেআর সমর্থকরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement