সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ইতিহাসের সবচেয়ে অসফল দলের তকমাটা তাদের নামের পাশেই সাঁটা। ভাগ্য বদলাতে প্রীতি জিন্টার (Preity Zinta) পাঞ্জাব কিংস এবছর খোলনলচে বদলে ফেলেছে। নতুন অধিনায়ক, নতুন দল নিয়ে ভাগ্য কি বদলাবে পাঞ্জাবের? টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে পাঞ্জাব কিংসের (Punjab Kings) সম্ভাব্য প্রথম একাদশ। দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক দলকে।
📸 | First intra-squad match & our 🦁s were buzzing with energy 🤩#SaddaPunjab #PunjabKings #TATAIPL2022 @liaml4893 pic.twitter.com/b4yJ7E8odK
— Punjab Kings (@PunjabKingsIPL) March 22, 2022
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রাহুল চাহার, শিখর ধাওয়ান, ঋত্বিক চট্টোপাধ্যায়, অথর্ব টাইডে, ঋষি ধাওয়ান, শাহরুখ খান, অর্শদীপ সিং, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপাক্ষা, ওডেন স্মিথ, হরপ্রীত ব্রার, নাথান এলিস, বৈভব অরোরা, লিয়াম লিভিংস্টোন, প্রেরক মানকড়, অংশ প্যাটেল, সন্দীপ শর্মা, ঈশান পোড়েল, রাজ বাওয়া, বলতেজ সিং, বেনি হাওয়েল, কাগিসো রাবাডা
দলের শক্তি:
খাতায় কলমে পাঞ্জাব টুর্নামেন্টের সেরা দলগুলির মধ্যে একটি। বিশেষ করে পাঞ্জাব কিংসের টপ-অর্ডার রীতিমতো ঈর্ষনীয়। দলে একাধিক ম্যাচ উইনারও রয়েছেন। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল দেখা যাবে পাঞ্জাব দলে।
দলের দুর্বলতা:
পাঞ্জাব দলের সবচেয়ে বড় দুর্বলতা হল খাতায় কলমে ভাল দল গড়লেও কাজের কাজ করতে পারে না তাঁরা। এবছর অবশ্য আরও দুটি দুর্বলতা আছে পাঞ্জাব দলে। প্রথমত অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) এই এর আগে স্তরে অধিনায়কত্ব করেননি। দ্বিতীয়ত বোলিং বিভাগে সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তাঁর নেই।
নজর কাড়তে পারেন যাঁরা:
এবারের আইপিএলে (IPL 2022) পাঞ্জাব দলের যাদের দিকে নজর থাকবে তারা হলেন শিখর ধাওয়ান, শাহরুখ খান এবং মায়াঙ্ক আগরওয়াল। শিখর ধাওয়ান টি-২০ ফরম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছেন। দলে ফেরার জন্য আইপিএলকেই মঞ্চ করতে চাইবেন তিনি। অন্যদিকে শাহরুখ খান এবং মায়াঙ্ক আগরওয়াল জাতীয় দলের বৃত্তে থাকলেও জাতীয় দলে এখনও ঢুকতে পারেননি তাঁরা।
সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, শাহরুখ খান, রাজ বাওয়া, ওডেন স্মিথ, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.