সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2022) সংসারে এবারই আত্মপ্রকাশ করেছে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টস। কে এল রাহুলের নেতৃত্বে আগমনেই আইপিএলে চমক দেখাতে চায় এই দলটি। দলের কোচিং স্টাফে আবার মেন্টর হিসাবে রয়েছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। তাছাড়া ফ্র্যাঞ্চাইজির মালিকও রাজ্যের শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। কিন্তু আদৌ কি টুর্নামেন্টে দাগ কাটার মতো শক্তি রয়েছে লখনউ দলের? চলুন টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Super Giants) সম্ভাব্য একাদশ। দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক দলকে।
New colours, same commitment 🎯 pic.twitter.com/nZnggxtZXR
— K L Rahul (@klrahul11) March 20, 2022
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
কে এল রাহুল (KL Rahul), রবি বিষ্ণোই, মার্কস স্টয়নিস, কুইন্টন ডি’কক, মণীশ পাণ্ডে, জ্যাসন হোল্ডার, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আভেশ খান, অঙ্কিত রাজপূত, কে গৌতম, দুস্মন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মহসিন খান, আয়ুশ বাদানি, কাইল মেয়ার্স, কর্ণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব
দলের শক্তি:
লখনউ দলের সবচেয়ে বড় শক্তি দলের ওপেনিং জুটি। কে এল রাহুল এবং কুইন্টন ডি’ককের এই ওপেনিং জুটি সম্ভবত আইপিএলের সেরা। শুধু ওপেনিং জুটি নয়, লখনউয়ের ব্যাটিং লাইন-আপ মোটের উপর ভাল। দলে ভারসাম্য তৈরি করার মতো বিশ্বমানের অল-রাউন্ডারও আছেন।
দলের দুর্বলতা:
মার্ক উড চোটের জন্য ছিটকে যাওয়ায় অনেকটা দুর্বল হয়ে গিয়েছে লখনউয়ের বোলিং বিভাগ। তাছাড়া আরও একটা বড় সমস্যা হল অধিনায়ক হিসাবে কে এল রাহুল একেবারেই সফল নন। এখনও পর্যন্ত তাঁর অধিনায়কত্ব খেলা পাঞ্জাব কিংস (Punjab Kings) তেমন সাফল্য পায়নি। আবার ভারতীয় দলের অধিনায়ক হিসাবেও সফল নন রাহুল।
নজর কাড়তে পারেন যাঁরা:
রবি বিষ্ণোই এবারের আইপিএলে (IPL 2022) সবচেয়ে নজরকাড়া তারকাদের মধ্যে একজন। তরুণ এই লেগস্পিনার সদ্যই জাতীয় দলের বৃত্তে ঢুকে পড়েছেন। তাই জাতীয় দলে জায়গা পাকা করার লক্ষ্যে তিনি এবারে নজর কাড়ার চেষ্টা করবেন। নজর কাড়ার চেষ্টা করবেন আভেশ খানও। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার চাইবেন জাতীয় দলের নিয়মিত সদস্য হতে।
সম্ভাব্য একাদশ:
কে এল রাহুল, কুইন্টন ডি’কক, মণীশ পাণ্ডে, মার্কস স্টয়নিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, জ্যাসন হোল্ডার, রবি বিষ্ণোই, কে গৌতম, আবেশ খান, দুস্মন্ত চামিরা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.