Advertisement
Advertisement
Kolkata Knight Riders

IPL 2022: আইয়ার পাওয়ারের ভরসায় KKR, কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ? দেখুন টিম প্রোফাইল

কেকেআরের শক্তি-দুর্বলতা কী?

IPL 2022: Here is the team profile of Kolkata Knight Riders | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 25, 2022 4:26 pm
  • Updated:March 25, 2022 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর আইপিএলের তৃতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বরাবরের মহাতারকা বিমুখ নাইটরা ভরসা রাখে টিম গেমে। এবারের আইপিএলেও টিম গেমের উপর ভরসা করেই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে কেকেআর (KKR)। কেমন হতে পারে গতবারের রানার্স-আপদের প্রথম একাদশ? দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক কেকেআরকে।

প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অনুকুল রায়, সুনীল নারিন, বাবা ইন্দ্রজিৎ, শিবম মাভি, টিম সাউদি, প্যাট কামিন্স, অভিজিৎ তোমর, শেলডন জ্যাকসন, নীতীশ রানা, প্রথম সিং, অ্যারন ফিঞ্চ, চামিকা করুণারত্নে, বরুণ চক্রবর্তী, মহম্মদ নবি, রাশিক সালাম, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, আমন খান, অজিঙ্কে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রমেশ কুমার, স্যাম বিলিংস, অশোক শর্মা, উমেশ যাদব

[আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ভারতের চমক! মেগা টুর্নামেন্টের অফিসিয়াল স্পনসর বাইজুস]

দলের শক্তি:
কেকেআরের প্রথম একাদশ টুর্নামেন্টের যে কোনও টিমের ঘাম ঝরাতে পারে। দলের দুই আইয়ার ভেঙ্কটেশ (Venkatesh Iyer) এবং শ্রেয়স যে ফর্মে রয়েছেন তাতে নাইটরা ভাল কিছু আশা করতেই পারেন। সেই সঙ্গে রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর রহস্য স্পিন জুটি। এক্স ফ্যাক্টর রাসেলকে ভুললেও চলবে না। সব মিলিয়ে কেকেআরের প্রথম একাদশে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছেন।
দলের দুর্বলতা:
নাইটদের সবচেয়ে বড় দুর্বলতা হল ডেথ বোলারের অভাব। গোটা দলে সেভাবে নামী কোনও ডেথ বোলারই নেই। যা ভোগাতে পারে অধিনায়ক শ্রেয়সকে (Sreyash Iyer)। দুর্বল রিজার্ভ বেঞ্চ কেকেআরের দ্বিতীয় সমস্যা। চোটপ্রবণ আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী বা সুনীল নারিনদের কোনও উপযুক্ত পরিবর্ত কেকেআরের রিজার্ভ বেঞ্চে নেই। ভারতীয় ক্রিকেটারদের বিকল্পও বড় বেশি নেই নাইটদের হাতে। আরও সমস্যা হল মরশুমের শুরুতে প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চের (Aron Finch) মতো অজি তারকাদের পাওয়া যাবে না। ফলে শুরুতে দল সাজাতে সমস্যায় পড়তে হবে কেকেআরকে।

[আরও পড়ুন: কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলার দোরগোড়ায় রোনাল্ডোর পর্তুগাল, ছিটকে গেল ইটালি]

নজর কাড়তে পারেন যাঁরা:
নাইটদের মধ্যে এবার অবশ্যই নজর থাকবে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ারের দিকে। তবে, এদের মতোই যারা গোটা মরশুম ফোকাসে থাকবেন তাঁরা হলেন বরুণ চক্রবর্তী, শিবম মাভি এবং রমেশ কুমার। বরুণ চক্রবর্তী টি-২০ বিশ্বকাপের পর জাতীয় দলে আর সুযোগ পাননি। নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি। শিবম মাভির উপর এবারে কেকেআরের পেস বিভাগের গুরুদায়িত্ব থাকছে। আরেক জনের কথা আলাদা করে বলতে হয়। তিনি রমেশ কুমার। যার রনজি খেলারও অভিজ্ঞতা নেই। টেনিস বল ক্রিকেট থেকে সরাসরি নাইট শিবিরে ডাক পেয়েছেন। বাঁহাতি এই মিস্ট্রি স্পিনার ব্যাট হাতেও নজর কাড়তে পারেন।

সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব/রমেশ কুমার, বরুণ চক্রবর্তী

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement