Advertisement
Advertisement
IPL 2022

IPL 2022: ব্যাটিং বিপর্যয়, অনুশাসনের অভাব! লড়াই করেও আরসিবির কাছে হার নাইটদের

টানটান ম্যাচে নাইটদের হারাতে বড় ভূমিকা নিলেন বাংলার দুই ক্রিকেটার।

IPL 2022: Here is the result between KKR and RCB
Published by: Subhajit Mandal
  • Posted:March 30, 2022 11:21 pm
  • Updated:March 30, 2022 11:24 pm

কেকেআর: ১২৮-১০ (রাসেল ২৫, উমেশ ১৮)
আরসিবি: ১৩২-৭ (রাদারফোর্ড ২৮, শাহবাজ ২৭)
আরসিবি ৩ উইকেটে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে অনায়াস জয় এসেছিল। আইপিএল (IPL 2022) মরশুমের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল কেকেআর। ফ্যাফ ডু’প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৩ ইউকেটে হারতে হল নাইটদের। কেকেআরের (KKR) এই হারের জন্য একদিকে যেমন দায়ী বিশ্রী ব্যাটিং এবং অনুশাসনের অভাব, অন্যদিকে তেমনই আরসিবির দুই বঙ্গ ক্রিকেটারেরও বাহবা প্রাপ্য।

Advertisement

এদিন মুম্বইয়ের ডিওয়াই পাতিল (DY Patil)  স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। নাইটদের শুরুটা একেবারেই ভাল হয়নি। শুরুতেই কেকেআরের ব্যাটিং দুর্গে আঘাত হানেন আরসিবিতে খেলা বাংলার পেসার আকাশদীপ। মাত্র ১৪ রানের মাথায় ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দেন তিনি। ভেঙ্কির ইউকেটের পতনের পর নিয়মিত সময়ের ব্যবধানে ইউকেট খোয়াতে থাকে কেকেআর। একটা সময় ৪৬ রানে চার ইউকেট পড়ে যায়। সেখান থেকে সুনীল নারিন এবং স্যাম বিলিংস কিছুটা কামব্যাক করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের চেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। নারিন ১২ এবং বিলিংস ১৪ রান করে ফেরেন। প্রথম বলে শূন্য রানে ফেরেন শেলডন জ্যাকসন। এদিন নাইট ব্যাটারদের মধ্যে একমাত্র রাসেল (Andre Russle) খানিকটা জ্বলে ওঠেন। ১৮ বলে ২৫ রান করেন তিনি। শেষদিকে উমেশ যাদব (Umesh Yadav) মূল্যবান ১৮ এবং বরুণ চক্রবর্তী ১০ রান করে নাইটদের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। কেকেআরের ইনিংস শেষ হয় ১২৮ রানে। মাত্র ১৮ ওভার পাঁচ বলে অল-আউট হয় নাইটরা। আরসিবির হয়ে হাসারাঙ্গা ৪ ইউকেট নেন। বাংলার পেসার আকাশদীপ নেন ৩ উইকেট।

[আরও পড়ুন: লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! শামিকে শুভেচ্ছা জনপ্রিয় পর্নস্টারের]

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবিও (RCB)। অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস ৫, অনুজ রাওয়াত ০ এবং কোহলি ১২ রান করে আউট হয়ে যান ৩ ওভারের মধ্যেই। ফ্যাফ এবং অনুজকে আউট করেন উমেশ। সাউদি আউট করেন ফ্যাফকে। প্রবল চাপে পড়ে যায় আরসিবি। সেখান থেকে প্রতিরোধ শুরু করেন রাদারফোর্ড এবং ডেভিড উইলি। এই জুটি ভেঙে যায় ৬২ রানে। সেসময় মনে হচ্ছিল, ফের চাপে পড়ে যাবে আরসিবি। কিন্তু তারপর ব্যাট করতে নেমে খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। মাত্র ২০ বলে ২৭ রান করেন তিনি। রাদারফোর্ড করেন ২৮ রান। শেষদিকে আবার প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক আরসিবিকে ম্যাচ জিতিয়ে দেন। কোহলিরা জেতেন ৩ উইকেটে।

[আরও পড়ুন: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আইপিএলের প্লে-অফের ম্যাচ পাচ্ছে ইডেন!]

হারের পাশাপাশি এদিন যেভাবে কেকেআরের ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীনভাবে ব্যাট করেছেন সেটা চিন্তায় রাখবে ম্যানেজমেন্টকে। চিন্তায় রাখবে বল হাতে রাসেলের ব্যর্থতা এবং অনুশাসনহীনতা। এদিন রাসেল একাই পাঁচটি ওয়াইড এবং একটি নো বল করেছেন। সেই সঙ্গে বাংলার দুই ব্রাত্য ক্রিকেটার আকাশদীপ এবং শাহবাজ আহমেদ কেকেআরের কফিনে পেরেক পুঁতেছেন, সেটাও চিন্তায় রাখবে নাইটদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement