Advertisement
Advertisement
IPL 2022

আইপিএলে প্রথম জয় লখনউয়ের, ব্র্যাভোর রেকর্ডের দিনও হারল চেন্নাই

জাদেজার দুর্বল অধিনায়কত্বই হারাল চেন্নাইকে?

IPL 2022: Here is the result between CSK and Lucknow Super Giants
Published by: Subhajit Mandal
  • Posted:March 31, 2022 11:39 pm
  • Updated:March 31, 2022 11:46 pm  

চেন্নাই সুপার কিংস: ২১০-৭ (উথাপ্পা ৫০, শিবম দুবে ৪৯)
লখনউ সুপারজায়ন্টস: ২১১-৪ (কুইন্টন ডি’কক ৬১, লুইস ৫৫)
লখনউ সুপারজায়ন্টস ৬ উইকেটে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) শুরুটা একেবারেই ভাল হল না। কেকেআরের (KKR) পর লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধেও হারতে হল জাদেজার চেন্নাই সুপার কিংসকে। সিএসকেকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলে নিজেদের প্রথম জয় নথিভুক্ত করল লখনউ (Lucknow Super Giants)।

Advertisement

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়ে চেন্নাই সুপার কিংসকে (CSK)। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে সিএসকে। ওপেনার রবীন উথাপ্পা মাত্র ২৭ বলে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ফলে পাওয়ার-প্লে’র ছয় ওভারেই ৭৩ রান তুলে ফেলে চেন্নাই। যা কিনা আইপিএলে (IPL 2022) রেকর্ড। মাঝের ওভারগুলিতে দ্রুতগতিতে রান তোলেন শিবম দুবে (৩০ বলে ৪৯) এবং মইন আলিও (২২ বলে ৩৫)। শেষদিকে অধিনায়ক জাদেজা ৯ বলে ১৭ রান, এবং ধোনি ৬ বলে ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১০ রানের বিশাল ইনিংস গড়ে সিএসকে।

[আরও পড়ুন: IPL 2022: ‘ইতিহাসের সবথেকে খারাপ রিভিউ’, আরসিবির DRS নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়]

২১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা অনবদ্য করেন লখনউয়ের দুই ওপেনার কুইন্টন ডি’কক এবং লোকেশ রাহুলও। ওপেনিং জুটিতেই ৯৯ রান তুলে দেন রাহুল (KL Rahul) এবং ডি’কক। একাদশতম ওভারে প্রিটোরাস রাহুলকে ৪০ রানে ফিরিয়ে দিলেও ডি’কক অর্ধশতরান (৪৫ বলে ৬১ রান) করেন। যদিও দুই ওপেনারের উইকেটের পতনের পর রানের চাপ বাড়তে থাকে। চাপের মুখে প্রতি আক্রমণ শুরু করেন লখনউয়ের এভিন লুইস (Evin Luis)। মাত্র ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। যা কিনা চলতি আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি। লুইসের সেই হাফসেঞ্চুরি এবং শেষদিকে তরুণ বাদোনির ৯ বলে ১৯ রানের ইনিংস জয় এনে দিল লখনউ সুপারজায়ান্টসকে।

[আরও পড়ুন: উইকেট নেওয়ার পরে কেন এমন সেলিব্রেশন? নাইট বধের নায়ক জানালেন আসল কারণ]

এদিনের হারের নেপথ্যে অনেকেই অনভিজ্ঞ জাদেজার অধিনায়কত্ব করছেন। গোটা ম্যাচে এক ওভারও বল না করা শিবম দুবেকে কেন ১৯ তম ওভার দিলেন, প্রশ্ন তুলছেন ক্রিকেট বোদ্ধারা। ব্র্যাভোর ওভারই বা কেন আগে শেষ করা হল, সে প্রশ্নও ওঠা শুরু করেছে। তবে হারলেও চেন্নাইয়ের হয়ে অনবদ্য রেকর্ড গড়লেন ডুয়েন ব্র্যাভো। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement