Advertisement
Advertisement
IPL 2022

IPL 2022: আইপিএল ফাইনাল পেতে চলেছে এই শহর, কলকাতায় প্লে-অফ আয়োজন নিয়ে ধোঁয়াশা

২৯ মে হবে আইপিএলের ফাইনাল ম্যাচ।

IPL 2022 final to be held in Ahmedabad, play off still not confirmed | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 12, 2022 3:57 pm
  • Updated:April 12, 2022 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের প্লে অফ ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। এমন জল্পনা জোড়াল হওয়ার পর থেকেই কলকাতাবাসীদের মধ্যে চড়তে শুরু করে উত্তেজনার পারদ। কিন্তু কলকাতায় আদৌ প্লে অফ কিংবা এলিমিনেটর হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা মিটল না। তবে এবারের টুর্নামেন্টের ফাইনাল হতে চলেছে আহমেদাবাদেই।

বিসিসিআইয়ের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই বসতে চলেছে আইপিএল ফাইনালের আসর। তবে প্লে অফের ম্য়াচ আয়োজন নিয়ে এখনও চলছে আলোচনা। এক্ষেত্রে লখনউ ও কলকাতার মধ্যে ম্যাচ ভাগাভাগি হতে পারে। কর্মকর্তাদের একাংশ নয়া ভেন্যু হিসেবে লখনউয়ে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে তো অনেকে চাইছেন কলকাতার ম্যাচ পাওয়া উচিত। অর্থাৎ শ্রেয়সের কলকাতা নাইট রাইডার্স এবং কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস যদি প্লে অফে পৌঁছে যায়, তাহলে ঘরের মাঠে খেলার সুযোগ পেতেও পারে।

Advertisement
narendra-modi-stadium
নরেন্দ্র মোদি স্টেডিয়াম

[আরও পড়ুন: বোলপুর ধর্ষণ কাণ্ড: মুখ্যমন্ত্রী রিপোর্ট চাওয়ার পরই গ্রেপ্তার আদিবাসী তরুণীর বাবা-সহ ৪]

করোনা (Coronavirus) পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবার আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আইপিএলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।

তবে গ্রুপ পর্বের শেষেই মহারাষ্ট্র পর্ব সাঙ্গ হতে পারে। আইপিএলের (IPL 2022) প্লে-অফ ও এলিমিনেটর হতে পারে দুটি শহরে। প্রথমে সেই তালিকায় আহমেদাবাদ ও কলকাতার নাম উঠে এলেও এখন দৌড়ে ঢুকে পড়েছে লখনউ। তবে ফাইনালে যে আহমেদাবাদেই হবে, তা কার্যত নিশ্চিত। ২৯ মে হবে ফাইনাল ম্যাচ।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement