Advertisement
Advertisement

IPL 2022: ‘চোটের জন্য টিমে বদল করতে বাধ্য হয়েছি’, দল নীতি নিয়ে মুখ খুললেন ম্যাকালাম

একাধিকবার দলের একাদশ বদল নিয়ে সমালোচিত কেকেআর।

IPL 2022: Brendon Mccullum opens up about team building | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 10, 2022 9:15 am
  • Updated:May 10, 2022 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বারের চ‌্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) অবস্থা দেখে এবার মনে হবে একদমই অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নেমেছে তারা। প্লে-অফের লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে কেকেআর। প্রতি ম‌্যাচেই কোনও না কোনও পরিবর্তন করতে দেখা গিয়েছে শ্রেয়স আইয়ারদের। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে সোমবারও প্রথম একাদশে বদল করতে দেখা গিয়েছে কেকেআরকে। ঘন-ঘন দল বদলানোর বিষয়ে এবার মুখ খুললেন কেকেআর দলের হেড কোচ ব্রেন্ডন ম‌্যাকালাম (Brendon McCullum)।

সোমবার কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম‌্যাচের মাঝে সম্প্রচারকারী চ‌্যানেলকে ম‌্যাকালাম বলেন, ‘‘এবছর দল নতুন। তাই গুছিয়ে নিতে সময় লেগেছে। তবে দল অনেক বাধার মধ‌্যে দিয়ে গিয়েছে। বিভিন্ন সমস‌্যা হয়েছে। কেউ ফর্ম হারিয়েছে। কেউ আবার চোট পেয়েছে। চোট সমস‌্যা বেশ ভুগিয়েছে আমাদের। তাই আমরা বারবার দল বদল করেছি।’’

Advertisement

[আরও পড়ুন: ‘অশনি’ হয়ে উঠতে পারলেন না বুমরাহ, মুম্বইকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল KKR]

এবছর আইপিএলে (IPL 2022) নিজেদের সেরাটা দিতে পারেনি কেকেআর। ফলে একাধিকবার দলের একাদশ বদল নিয়ে সমালোচনার মুখে পরেছে কেকেআর। কোনও ম‌্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন করেছে দল। কোনও ম‌্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হয়েছে স্পিনার-পেসারদেরও। মুম্বই ও পুণে মাত্র দু’জায়গায় ম‌্যাচ হলেও একাধিক পরিবর্তন করে গিয়েছে তারা।

পাশাপাশি অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে ম‌্যাকালাম আরও বলেন, ‘‘শ্রেয়স নতুন অধিনায়ক। ও খুব ভাল কাজ করেছে। আমরা কিছু ম‌্যাচে খুব কাছাকাছি গিয়েও হেরেছি। যা টুর্নামেন্টে আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে। তবে দলের পারফরম্যান্সে আমি খুশি। কিছু হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ঠিকই। কিন্তু এই দলটা নতুন। নয়া ভাবে নিলামে দল তৈরি করা হয়েছে।’’

এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পরেছে। তবে বাকি ম‌্যাচগুলোতে একটা শেষ চেষ্টা করে দেখছে কেকেআর। বাকি ম‌্যাচগুলো নিয়ে কেকেআর ক্রিকেটারদের কী বার্তা দিয়েছেন হেড কোচ? ম‌্যাকালাম এই বিষয়ে আরও বলেন, ‘‘বিশেষ কিছু বলতে হবে না ওদের। ওরা সবাই অভিজ্ঞ ক্রিকেটার। সবাই পেশাদারি ক্রিকেট খেলে। তাই ওরা জানে কী করতে হবে। কোচ হিসাবে আমার কাজ ওদের ভুলগুলো ঠিক করে দেওয়া। ওরা সবাই খুব প্রতিভাবান।’’

[আরও পড়ুন: ভারতকে ‘শত্রু দেশ’ বলে কটাক্ষ শাহিদ আফ্রিদির, ফুঁসে উঠলেন কানেরিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement